ঘরের বারান্দা থেকে চীনের এক নারীর লাশ উদ্ধার
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় একটি শোবার ঘরের বারান্দা থেকে চীনের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম শান হুয়ানমেই (৫২)। তিনি কুমিল্লা ইপিজেডে পিওয়াই পোশাক কারখানায় কর্মরত ছিলেন। আজ শনিবার সকাল আটটার দিকে আশ্রাফপুর-নোয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
আজ সকাল নয়টার দিকে ওই নারীর লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সদর দক্ষিণ উপজেলার আশ্রাফপুর-নোয়াগাঁও চৌমুহনী এলাকার তৃতীয় তলার একটি রুমে থাকতেন শান হুয়ানমেই
গতকাল রাতে তিনি খাবার খেয়ে নিজের ঘরে যান। সকাল সাড়ে আটটার দিকে তাঁর সহকর্মীরা অফিসে যাওয়ার জন্য ডাক দিলে ভেতর থেকে দরজা বন্ধ পাওয়া যায়। পরে পুলিশ এসে ঘরের ভেতরের একটি বারান্দা থেকে তাঁর লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, হার্ট অ্যাটাকে চীনের ওই নারীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। তাঁর স্বামীকে খবর দেওয়া হয়েছে। তিনি চীন থেকে রওনা দিয়েছেন।’