মতলবে শিশু হত্যার অভিযোগে মা–বাবা ও দাদি আটক

গ্রেপ্তার
প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় কালিয়াইশ গ্রামে গতকাল শনিবার ড্রামের পানিতে ফেলে তিন মাস বয়সী শিশু আফসানা আক্তার হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর মা-বাবা ও দাদিকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকাল আটটায় বাড়ি থেকে তাঁদের আটক করে পুলিশ।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই শিশু হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা আনিসুর রহমান, মা আয়েশা আক্তার ও দাদি মায়ানুর বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আজ সকালে আটক করা হয়। থানার হাজতে তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে তাঁরা তেমন কিছু বলছেন না। এ ঘটনায় এখন পর্যন্ত (রোববার বেলা আড়াইটা পর্যন্ত) তাঁর থানায় কোনো মামলা হয়নি। দু-এক দিনের মধ্যে মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যরা মামলা করতে আপাতত অনীহা দেখাচ্ছেন। তবে কী কারণে অনীহা দেখাচ্ছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ ও পরিবার জানায়, গতকাল দুপুরে শিশুটির মা আয়েশা আক্তার শিশুটিকে একা বসতঘরে রেখে পানি আনতে পাশের পুকুরে যান। ওই বসতঘরের বাইরে সে সময় তার দাদি উপস্থিত ছিলেন। পুকুর থেকে শিশুটির মা ঘরে ফিরে দেখেন, তাঁর সন্তানটি ঘরে নেই। অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে পরিবারের সদস্যদের চোখ পড়ে তাঁদের বসতঘরের সামনে রাখা একটি পানিভর্তি ড্রামের দিকে। ওই ড্রামের ঢাকনা খোলার পর তাঁরা সেখানে ভাসমান অবস্থায় শিশুটির লাশ দেখতে পেয়ে ঘটনাটি পুলিশকে জানান। বিকেল পাঁচটায় পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।