রংপুরে অবরোধে চলছে দূরপাল্লার গাড়ি, তবে যাত্রী কম

রংপুর থেকে দূরপাল্লা ও আন্তজেলার বাস চলাচল করছে। সোমবার সকালে রংপুর নগরের রংপুর–দিনাজপুর মহাসড়কের মেডিকেল মোড় এলাকায়
ছবি: মঈনুল ইসলাম

দ্বিতীয় দফায় বিএনপির ডাকা দুই দিনের অবরোধে শেষ দিনে আজ সোমবার সকালে রংপুর থেকে দূরপাল্লা ও আন্তজেলার বাস চলাচল করছে। এসব বাসে যাত্রী কম। তবে ছোট ছোট পরিবহন ও ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী চলাচল বেশি দেখা গেছে।

আজ সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত রংপুর নগরের কামারপাড়ায় অবস্থিত ঢাকা বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশে বাস ছেড়ে গেছে। তবে স্বাভাবিক দিনের চেয়ে কিছুটা কম। ট্রেন চলাচল স্বাভাবিক আছে। বুড়িমারী লোকাল ট্রেন ও দিনাজপুর কমিউটার ট্রেন রংপুর রেলস্টেশন ছেড়ে গেছে।

এদিকে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আন্তজেলা রুটের বাসও চলাচল করছে। যাত্রী কম থাকায় বাসের সংখ্যা মহাসড়কে কম দেখা গেছে। দিনাজপুর-রংপুর মহাসড়কের মেডিকেল মোড়, বগুড়া-রংপুর মহাসড়কের মডার্ন মোড় এবং কুড়িগ্রাম-লালমনিরহাট-রংপুর মহাসড়কের সাতমাথা মোড়ে ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রীদের গন্তব্যে ছুটতে দেখা যায়।

সকাল ছয়টা থেকে অবরোধ শুরু হলেও বেলা পৌনে ১১টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অবরোধ সমর্থনে বিএনপির নেতা-কর্মীদেরও কোথাও দেখা যায়নি। বিএনপির কার্যালয়ও ছিল জনশূন্য। নগরের গুরুত্বপূর্ণ সড়ক, বিএনপির দলীয় কার্যালয় এবং জনগুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা।

রংপুর জেলা পুলিশ সুপার (এসপি) ফেরদৌস আলী চৌধুরী বলেন, মানুষের জীবনযাত্রা স্বাভাবিক আছে। এরপরও রংপুর নগর ও মহাসড়কে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।