দুই সপ্তাহ পর বড় ফেনী নদীতে ধরা পড়ল বড় ৫০টি ইলিশ

ফেনীর সোনাগাজী উপজেলার বড় ফেনী নদীতে ধরা পড়া বড় বড় ইলিশের পসরা সাজিয়ে বসেছেন মাছ ব্যবসায়ী নেয়ামত উল্যাহ
ছবি: প্রথম আলো

ফেনীর সোনাগাজী উপজেলার বড় ফেনী নদীতে দুই সপ্তাহ পর আবারও ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে বড় বড় ইলিশ মাছ। এবার জেলেদের জালে ধরা পড়ল ৩ ও ২ কেজি ওজনের ৫০টি ইলিশ। ওজন করে দেখা গেছে, ওই ৫০ ইলিশের মধ্যে ১০টি প্রায় ৩ কেজির এবং বাকি ৪০টি ২ থেকে ২ কেজি ৫০০ গ্রামের। পাঁচটি জালে ধরা পড়েছে আরও ছোট-বড় প্রায় ৩৪০ কেজি ইলিশ। সব মিলিয়ে জেলেদের জালে প্রায় ১১ মণ ১৫ কেজি ইলিশ ধরা পড়েছে।

গতকাল সোমবার বিকেলে মাছগুলো জালে আটকা পড়ে। পরে মাছগুলো নদীর তীরে আড়তে নিয়ে নিলাম করলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী নেয়ামত উল্যাহ, আবদুল মান্নানসহ চারজন যৌথভাবে ৮ মণ ১০ কেজি মাছ ৩ লাখ ৫০ হাজার ৫০০ টাকায় কিনে নেন। বাকি ৩ মণ ৫ কেজি মো. মোস্তফা, জামশেদ আলমসহ অন্য ৪ ব্যাপারী ১ লাখ ৮০ হাজার ৫০০ টাকায় কিনেছেন। তাঁরা বাজারে এনে ৫০টি বড় ইলিশ ৮৫ হাজার ৮০০ টাকায় বিক্রি করেন। সব মাছ ৫ লাখ ৫০ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়।

মো. হানিফ নামের এক জেলে বলেন, গত মাসের মাঝামাঝি সময় থেকে হঠাৎ দুই সপ্তাহ ইলিশ ধরা পড়েছিল না। মনে হয়েছিল, নদী থেকে ইলিশ উধাও হয়ে গেছে। কিন্তু দুই-তিন দিন ধরে আবারও নদী, সাগরে প্রচুর ইলিশসহ অন্যান্য মাছ ধরা পড়ছে। তবে জ্বালানি তেলের দাম বেশি হওয়ায় অনেকে মাছ ধরতে গভীর সমুদ্রে যেতে চাইছেন না। যাঁরা যাচ্ছেন, তাঁদের জালে ধরা পড়া মাছগুলো একটু বেশি দামে বিক্রি করছেন।

মৎস্য ব্যবসায়ী নেয়ামত উল্যাহ বলেন, ৩ কেজির ইলিশ ১ হাজার ৭৫০ টাকা এবং ২ কেজি ৫০০ গ্রাম থেকে ২ কেজির বেশি ওজনের ইলিশ ১ হাজার ৬০০ টাকা কেজি দর হাঁকান। পরে রাত সাড়ে ৯টা পর্যন্ত ১ হাজার ৬০০ এবং ১ হাজার ২০০ টাকা কেজি দরে দুই ধরনের ইলিশ বিক্রি করেন। বাকি ইলিশগুলো ৩৫০ থেকে ১ হাজার টাকা কেজি দরে বিক্রি করেন।

ফেনী শহর থেকে মাছ কিনতে আসা মো. ইলিয়াস হোসেন নামের এক ক্রেতা ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ১২ কেজি ইলিশ কিনেন।

উপজেলার মৎস্য কর্মকর্তা তূর্য সাহা প্রথম আলোকে বলেন, পূর্ণিমা ও অমাবস্যার সময়ে নদী এবং সাগরে আরও বড় বড় মাছ ধরা পড়বে।