তিন দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের ছাত্রীদের অবস্থান কর্মসূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের ছাত্রীরা তিন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের সামনে
ছবি: প্রথম আলো

তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের আবাসিক ছাত্রীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। রোববার হলের সামনে সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এ কর্মসূচি চলে। এ সময় বিভিন্ন লেখাসংবলিত প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন তাঁরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা হলে ফিরে যান।

ছাত্রীদের তিনটি দাবি হলো– রান্নার জন্য হিটারের লাইন পুনরায় সচল করতে হবে, গণরুমে ইন্টারনেটের ব্যবস্থা করতে হবে, অনাবাসিক ছাত্রীদের আবাসিকতা (সিট) দিতে হবে।

অবস্থান কর্মসূচি চলাকালে ছাত্রীদের হাতে ‘ইন্টারনেট ফি দেই, রাউটার কেন নাই?’, ‘রাউটার দেওয়ার আশ্বাস দিয়ে আর কেন খবর নেই’, ‘ডাইনিংয়ে পুষ্টিকর খাবার নেই’, ‘রান্নার ব্যবস্থা চাই’সহ বিভিন্ন লেখাসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে দেখা যায়।

মন্নুজান হলের গণরুমের শিক্ষার্থী জান্নাতুল ইসলাম বলেন, তাঁদের রান্না করতে সমস্যা হতো। এ জন্য আগের প্রাধ্যক্ষ গণরুমে হিটারের লাইন সংযোগ করে দিয়েছিলেন। কিন্তু নতুন প্রাধ্যক্ষ এসে তাঁদের আবাসিকতা (সিট) দেওয়ার আশ্বাস দিয়ে হিটারের লাইন কেটে দেন। অথচ তাঁরা এখনো আবাসিকতা পাননি।

শিক্ষার্থীদের দাবির বিষয়ে হলের প্রাধ্যক্ষ রাশিদা খাতুন বলেন, শিক্ষার্থীদের ঝুঁকির কথা চিন্তা করে হিটারের সংযোগ বন্ধ করা হয়েছে। আর গণরুমে ইন্টারনেট-সংযোগ দিতে গেলে রাউটারে ঝামেলা হয়। এ বিষয়ে তিনি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থা নেবেন।