ফুটপাতে থাকা নারী ভিক্ষুককে ধর্ষণ, গ্রেপ্তার ১

গ্রেপ্তার আবদুল আলীছবি; পুলিশের সৌজন্যে

চট্টগ্রামে ফুটপাতে থাকা নারী ভিক্ষুককে (২৬) ধর্ষণের অভিযোগে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম আবদুল আলী (৫৫)। গতকাল শনিবার রাতে নগরের চান্দগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, ১১ মার্চ রাত ১১টার দিকে ওই নারীকে কৌশলে ফুটপাত থেকে ডেকে নিয়ে ধর্ষণ করেন আবদুল আলী। ঘটনার শিকার নারী থানায় গিয়ে বিষয়টি জানান। ওই নারী শুধু অটোরিকশার নম্বরের কিছু অংশ বলতে পেরেছেন। এর ভিত্তিতে সব গাড়ি যাচাই-বাছাই করে চালক আবদুল আলীকে গ্রেপ্তার করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল আলী ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন। তাঁকে আজ রোববার দুপুরে আদালতে হাজির করা হবে।