বগুড়া শহরে সবজিবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজশিক্ষার্থী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে শহরের দ্বিতীয় বাইপাস সড়কের কালিবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীরা হলো ধরমপুর ওলিরবাজার এলাকার শাহীন শেখের ছেলে সাদিক শেখ (১৯) ও একই এলাকার কাজল মিয়ার ছেলে রেদোয়ান (১৬)। তাদের মধ্যে সাদিক নুনগোলা ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র ও রেদোয়ান শহরের আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বগুড়ার মহাস্থানহাট থেকে সবজিবাহী একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে মোটরসাইকেলে ধরমপুরের দিকে যাচ্ছিল ওই দুই শিক্ষার্থী। পথে কালিবালা এলাকায় পৌঁছানোর পর সবজিবাহী ট্রাকের সঙ্গে ওই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাদিক ও রেদোয়ানের মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা প্রথম আলোকে বলেন, সবজিবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই শিক্ষার্থীর মধ্যে মোটরসাইকেলের চালক কে ছিলেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তিনি বলেন, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।