ফৌজিয়া সুলতানা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী, শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ফৌজিয়ার মা ফাতেমা বেগম।

ফৌজিয়ার মা ফাতেমা বেগম বলেন, সাদ্দাম হোসেন আগে একটি বিয়ে করেছিলেন। তিন বছর আগে প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়। এরপর পারিবারিকভাবে ফৌজিয়াকে বিয়ে করেন সাদ্দাম। কিছুদিন আগে ফৌজিয়া জানতে পারেন যে তাঁর স্বামী আবার প্রথম স্ত্রীর সঙ্গে ঢাকায় ঘর–সংসার শুরু করেছেন। তাই তিনি ঢাকায় স্বামীর সঙ্গে দেখা করতে যান। কিন্তু সাদ্দাম ফৌজিয়ার সঙ্গে দেখা করেননি। ফৌজিয়া গ্রামে ফিরে আসেন। কিন্তু ঢাকায় যাওয়ার কারণে তাঁকে শাশুড়ি ও জা বকাঝকা করেন। গতকাল বিকেলে বাবার বাড়িতে ফোন করে বিষয়টি জানানোর পর তাঁকে সেখানে নিয়ে যাওয়ার জন্য বলেছিলেন ফৌজিয়া। এরপর রাতেই মেয়ের মৃত্যুর খবর পান তাঁরা।

ফাতেমা বেগম বলেন, তাঁর মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় মেয়ের স্বামী, শাশুড়ি, জা এবং স্বামী সাদ্দামের প্রথম স্ত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

এ ব্যাপারে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী প্রথম আলোকে বলেন, এ ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলছে।