শ্রীপুরে ‘এক শিক্ষকের’ সেই প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হলো নতুন দুজন

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত রোববার দুপুরে তোলা
ছবি: প্রথম আলো

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে আরও দুজন শিক্ষককে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

৩ জুন ‘একজন শিক্ষক চালান একটি প্রাথমিক বিদ্যালয়’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। পরে বিষয়টি জানতে পেরে দ্রুত ব্যবস্থা নেয় স্থানীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর আগে এক মাস ধরে একজন শিক্ষক দিয়েই বিদ্যালয়টি কোনো রকমে পরিচালিত হচ্ছিল।

খোঁজ নিয়ে জানা যায়, শ্রীপুরের মাওনা ইউনিয়নের চকপাড়া ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সহকারী শিক্ষক শহিদুল হককে ডেপুটেশনে বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া তিন কার্যদিবসের মধ্যে পূর্ব নিজ মাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মহসিন আলম নামের আরও একজন শিক্ষককে ওই বিদ্যালয়ে যোগদান করতে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে অসুস্থতাজনিত ছুটিতে থাকা অপর শিক্ষকও শিগগিরই কাজে ফিরবেন।

বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাইরুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁদের বিদ্যালয়ে নতুন করে দুজন শিক্ষক দেওয়া হয়েছে। আপাতত শিক্ষকসংকটের সমাধান হয়েছে।

শ্রীপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকরাম হোসেন প্রথম আলোকে বলেন, শিক্ষকসংকটের বিষয়টি জানতে পেরে ব্যবস্থা নিয়েছেন। দুজন শিক্ষককে সেখানে যুক্ত করা হয়েছে। একজন ইতিমধ্যে যোগদান করেছেন। অপরজন রোববারের মধ্যে যুক্ত হওয়ার কথা।

পাঁচ বছর ধরে বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকসংকটে চলছিল। সর্বশেষ গত মে মাসের শুরু থেকে একজন শিক্ষক চিকিৎসা ছুটি নিয়ে বাড়িতে অবস্থান করছেন। এ অবস্থায় অপর সহকারী শিক্ষক খাইরুল ইসলাম শিক্ষার্থীদের পাঠদান করতে ব্যাপক চাপে পড়েন। তিনি একাই কোনোরকমে স্কুলটি চালিয়ে নিচ্ছিলেন।