‘দেশে বিদ্যুতের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে’

সিলেট জেলার বিএন‌পির জেষ্ঠ্য নেতাদের সঙ্গে বালাগঞ্জ উপজেলা বিএন‌পির নেতাদের সাংগঠ‌নিক সভা হয়েছে। শ‌নিবার বিকেলে বালাগঞ্জে
ছবি: প্রথম আলো

সিলেট জেলা বিএন‌পির সভাপ‌তি আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশে বিদ্যুতের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। এই সরকার যখনই ক্ষমতায় আসে, তখনই দেশের সম্পদ তছরুপে ব্যস্ত থাকে।  

শনিবার বিকেলে বালাগঞ্জ উপজেলায় দলের এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সিলেট জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বাল‌াগঞ্জ উপজেলার নেতাদের এ সাংগঠ‌নিক সভা হয়।

সভায় আবদুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, সরকার প্রতিনিয়ত চাল, ডাল, ভোজ্যতেল, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে। বারবার তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি করছে। তারা জনগণের কাছে না গিয়ে আবারও বিনা ভোটে কারচুপি করে ক্ষমতা দখল করার ষড়যন্ত্র করছে।

জনগণ জেগে উঠেছে মন্তব্য করে সিলেট জেলা বিএন‌পির এই সভাপ‌তি বলেন, সরকারের ষড়যন্ত্র আর সফল হবে না। জনগণ রাজপথে নেমেছে, এবার সরকারের পতন অনিবার্য।

বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। আরও বক্তব্য দেন বালাগঞ্জ উপজেলা বিএন‌পির জেষ্ঠ্য সহ–সভাপ‌তি লুৎফুর রহমান, যুগ্ম–সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, সাংগঠ‌নিক সম্পাদক সাইফুল আহমদ, দেওয়ানবাজার ইউনিয়ন বিএন‌পির সাধারণ সম্পাদক আবদুল আলম ও সাংগঠ‌নিক সম্পাদক দিলু মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সরকার আবারও দেশে বিনা ভোটে ক্ষমতা দখল করার ষড়যন্ত্র শুরু করেছে। তারা মানুষের ভোটে নয়, গুম করে, জোর করে, বন্দুকের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায়। এখন সময় এসেছে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করার আন্দোলনে নামতে হবে।