জঙ্গিবাদে জড়িয়ে কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে ‘হিজরত’-এর নামে ঘরছাড়া সাতজনের মধ্যে বাকি চারজনকেও দ্রুত উদ্ধার করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। তাঁদের মধ্যে তিনজনের এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ৬ নভেম্বর। এ অবস্থায় দ্রুত ওই চারজনকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা।
ওই চারজন হলো ইমরান বিন রহমান ওরফে শিথিল, নিহাল আবদুল্লাহ, আস সামী ও মো. আমিনুল ইসলাম ওরফে আল আমিন। এর মধ্যে প্রথম তিনজন এইচএসসি পরীক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট বিকেলে কুমিল্লা থেকে সাত তরুণ ‘হিজরত’-এর নামে ঘর ছাড়েন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁদের সন্ধান মেলেনি। তাঁদের মধ্যে ছয়জনের অভিভাবক কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন। ৩১ আগস্ট পটুয়াখালীর একটি মাদ্রাসা থেকে কৌশলে ঢাকার কল্যাণপুরের বাসায় পালিয়ে আসেন সাত তরুণের একজন সারতাজ ইসলাম ওরফে নিলয়। ওই দিনই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তাঁকে বাসা থেকে তুলে নিয়ে যায়।
নিখোঁজের ৪৩ দিন পর গত বৃহস্পতিবার সন্ধান মেলে মো. ইমতিয়াজ আহম্মেদ ওরফে রিফাত (১৯) ও মো. হাসিবের (১৭)। তাঁদের দুজন ও সারতাজ ইসলাম ওরফে নিলয়কে র্যাবের কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে হাজির করা হয়। সেখানে তাঁরা বলেন, তাঁদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করেছে নতুন সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া।
ঘরছাড়া ইমরান বিন রহমান (১৭) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। সে কুমিল্লা নগরের রেসকোর্স মফিজ উদ্দিন সড়কের মোহাম্মদ মজিবুর রহমানের ছেলে। মজিবুর রহমান বলেন, ‘উদ্ধার ব্যক্তিদের মধ্যে আমার ছেলে নেই। ছেলের এইচএসসি পরীক্ষা শুরু হবে ৬ নভেম্বর। আমি ছেলেকে দ্রুত ফিরে পেতে চাই।’
কুমিল্লা নগরের অশোকতলা এলাকার মসজিদ গলি এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে নিহাল এইচএসসি পরীক্ষার্থী। নিহালের খালাতো ভাই সারতাজ ইসলাম জঙ্গিদের আস্তানা থেকে কৌশলে ফিরে আসেন। কিন্তু নিহাল আবদুল্লাহর এখনো সন্ধান মেলেনি।
নিহালের মা ফৌজিয়া ইয়াসমিন বলেন, ‘৪৪ দিনেও ছেলের সন্ধান মেলেনি। আমার বোনের ছেলে ফিরে এসেছে। আমার ছেলেরও দ্রুত সন্ধান চাই।’
ঘরছাড়া আস সামীও (১৮) এইচএসসি পরীক্ষার্থী। তাঁর পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঘরছাড়া আমিনুল ইসলাম (২৩) কুমিল্লার আদর্শ সদর উপজেলার বড় আলমপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি আমিনুল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইসলামি শিক্ষা চতুর্থ বর্ষের শিক্ষার্থী।