ভৈরবে পুলিশি বাধায় ছাত্রদলের শোভাযাত্রা পণ্ড, পরে প্রতিবাদ সভা
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশি বাধার কারণে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা পণ্ড হয়ে গেছে। আজ সোমবার বেলা ১১টায় পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়ার চানভান্ডার দরবার শরীফ এলাকায় নেতা-কর্মীরা শোভাযাত্রার জন্য জড়ো হলে পুলিশ এসে বাধা দেয়। পরে তাঁরা শোভাযাত্রা না করেই স্থান ত্যাগ করেন।
দলীয় সূত্র জানায়, সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করতে ছাত্রদল ভৈরব উপজেলা, পৌর ও কলেজ শাখা শোভাযাত্রা করার কর্মসূচি হাতে নেয়। সকাল ১০টার পর থেকে কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে চানভান্ডার এলাকায় জড়ো হতে থাকেন। বেলা ১১টার দিকে পুলিশ এসে শোভাযাত্রা বের না করার কথা বলে, কিন্তু কর্মীরা পুলিশের নির্দেশনা অমান্য করে শোভাযাত্রা বের করার প্রস্তুতি নেন। তখন পুলিশ তাঁদের মৃদু লাঠিপেটা করে। এরপর কর্মীরা স্থান ত্যাগ করেন।
এদিকে দুপুরের দিকে চানভান্ডার দরবার শরীফ এলাকার একটি গলিপথে জড়ো হন সংগঠনের নেতারা। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা হয়। সভায় বক্তারা বলেন, দেশে এখন রাজনৈতিক স্বাধীনতা নেই। সরকারের বিপক্ষে টুঁ শব্দটি করার সুযোগ নেই। শত বাধার মুখে এক-দুজন যখন বলতে চেয়েছেন, তখন তাঁর বিরুদ্ধে জেলজুলুম নেমে এসেছে। রাজনীতির কণ্ঠ রোধ করে আর যা-ই হোক, দেশে গণতন্ত্রের চর্চা সক্রিয় রাখা সম্ভব নয়।
সেখানে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজুয়ান উল্লাহ, সদস্যসচিব আরিফ মো. ফরহাদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক হিসাম রহমান, সদস্যসচিব মুকিত আবদুল্লাহ, হাজী আসমত কলেজ ছাত্রদলের আহ্বায়ক শিব্বির আহমেদ, সদস্যসচিব আক্তারুজ্জামান আকাশ প্রমুখ।
অভিযোগ বিষয়ে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্যামল মিয়া বলেন, ছাত্রদল অনুমতি না নিয়েই শোভাযাত্রা করতে চেয়েছিল। এ কারণে বারণ করা হয়। কিন্তু তারা শোনেনি। ফলে ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। লাঠিপেটার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।
তবে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজুয়ান উল্লাহর দাবি, শোভাযাত্রা বের করার জন্য পুলিশের অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু পুলিশের সাফ কথা, কিছু করা যাবে না। অনুমতি না দিলে অনুমতি পাওয়ার সুযোগ নেই।