স্ত্রী ও শাশুড়িকে কোপানোর পর যুবকের আত্মহত্যার চেষ্টা

ছুরিকাঘাত
প্রতীকী ছবি

সিলেট নগরের বাদামবাগিচা এলাকায় স্ত্রী ও শাশুড়িকে কোপানোর পর নিজের গলায় ছুরি দিয়ে আঘাত করে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাদামবাগিচা এলাকার বকুল মিয়ার বাসায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তিনজনকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন শাহজাহান আহমদ (৩৫), তাঁর স্ত্রী সুলতানা বেগম ওরফে ফারজানা (২৫) ও শাশুড়ি রোকসানা বেগম (৫৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১ আগস্ট সুলতানা ও তাঁর মা রোকসানা বাদামবাগিচা এলাকার বকুল মিয়ার ঘর ভাড়া নেন। ওই ঘরে সুলতানার মেয়ে তানহা বেগম (৮), ছেলে মাহবুব আলমসহ (৬) চারজন থাকতেন।

সিলেট সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী বলেন, গতকাল পারিবারিক কলহের জেরে শাহজাহান তাঁর স্ত্রী ও শাশুড়িকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করেন বলে স্থানীয় লোকজনের মাধ্যমে প্রাথমিকভাবে জানা গেছে। পরে শাহজাহান নিজেই নিজের গলায় ছুরি দিয়ে আঘাত করেন। শাহজাহান ও সুলতানার ছেলেমেয়ের চিৎকারে আশপাশের বাসিন্দারা এগিয়ে যান। পরে আহত অবস্থায় শাহজাহান, রোকসানা ও সুলতানাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

সিলেটের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন, তিনজনই গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।