ভোমরা স্থলবন্দরে ট্রাকের চাপায় ভারতীয় শ্রমিক নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ট্রাকের চাপায় ভারতীয় এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে বন্দরের পাকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম শাহীন মণ্ডল (১৮)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার কলবাড়ী এলাকার হাবিবুল্লাহ মণ্ডলের ছেলে।

ভোমরা স্থলবন্দরে আমদানি করা পাথরভর্তি ভারতীয় ট্রাকের চালক হাবিবুল্লাহ মণ্ডল বলেন, তাঁর ছেলে শাহীন মণ্ডল ভারতীয় সিএএফ এজেন্ট (কার্গো) তিন কোনা সার্ভিস লাইনের একটি পাথরভর্তি ট্রাকের চালকের সহকারী হিসেবে গতকাল বুধবার রাত আটটার দিকে ভোমরা বন্দরে আসেন। তিনিও (হাবিবুল্লাহ মণ্ডল) অপর একটি ভারতীয় পাথরভর্তি ট্রাক চালিয়ে ভোমরা বন্দরে আসেন। এসে জানতে পারেন, পার্কিং ইয়ার্ডে রাত পৌনে ৯টার দিকে ট্রাক থেকে পাথর নামিয়ে পেছন দিক থেকে ট্রাকের ওঠার সময় পড়ে যান শাহীন মণ্ডল। এ সময় অপর একটি ভারতীয় ট্রাক (ডব্লিউবি-২৯ এ-১৫৯৩) তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় শাহীনকে উদ্ধার করে স্থানীয় লোকজন সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে রাত সোয়া ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য নিহত যুবকের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শাহীনের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ভৈরবনগর মোড়ে ট্রাকের ধাক্কায় নিহত ২

সাতক্ষীরা–চুকনগর মহাসড়কের পাটকেলঘাটার ভৈরবনগর মোড়ে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার গাড়িতে পেছন থেকে ধাক্কা দেয় খুলনাগামী একটি পণ্যবাহী ট্রাক। এতে দুজন নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে।

চুকনগর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রওশান আলী বলেন, পণ্যবাহী ট্রাকের ধাক্কায় ডাম্পার গাড়িটি দুমড়েমুচড়ে যায়। ডাম্পার গাড়ির ভেতরে থাকা জুলফিকার আলী, মনিরুল ইসলাম ও দীপঙ্কর সরকার নামের তিনিজন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে জুলফিকার ও মনিরুলকে রাত দুইটার দিকে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় দীপঙ্কর সরকারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুজনের লাশ সহকর্মী শ্রমিকেরা নিয়ে গেছেন।