নারায়ণগঞ্জে বাসে উঠে যাত্রীদের জেরা করছে পুলিশ

ঢাকাগামী বাসে চলছে পুলিশের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায়
ছবি: প্রথম আলো

রাজধানীতে আগামী শনিবার বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের সমাবেশ ঘিরে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অংশে ঢাকাগামী যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহনে পুলিশের কড়া তল্লাশি চলছে। যাত্রীরা কোথায় যাচ্ছেন, কী কাজে ঢাকায় যাচ্ছেন—এসব নানা বিষয়ে জেরা করা হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সরেজমিনে দেখা গেছে, নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারে তল্লাশি চালাচ্ছে আট সদস্যের পুলিশের একটি দল। এ সময় পুলিশ সদস্যরা বাসে উঠে যাত্রীদের জেরা ও যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়েছেন।

উৎসব পরিবহনের চালক কামাল হোসেন প্রথম আলোকে বলেন, সাইনবোর্ডে তাঁদের গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়েছে পুলিশ। যাত্রীদের ব্যাগ তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বিএনপির কর্মসূচি ঘিরে সকাল থেকে পুলিশ বাসে তল্লাশি চালাচ্ছে বলে তিনি জানান।

উৎসব পরিবহন বাসের যাত্রী আউয়াল হোসেন প্রথম আলোকে বলেন, ‘বাড়ি কোথায়, কোথা থেকে বাসে উঠেছি, ঢাকা কোথায় যাচ্ছি, কী কারণে যাচ্ছি—এসব নানা বিষয়ে জেরা করেছে। এ সময় তারা আমার ব্যাগে তল্লাশি চালিয়েছে। পুলিশ যেভাবে জেরা করেছে তাতে নিজেকে অপরাধী মনে হয়েছে।’

অপর যাত্রী সোহেল রানা বলেন, সন্দেহভাজন যাত্রীদের তল্লাশি করলে ঠিক আছে। কিন্তু পুলিশ গণহারে তল্লাশি চালাচ্ছে—এটা খুবই খারাপ লেগেছে।

আরও পড়ুন

বিকেল পৌনে ৫টা থেকে ৫টা—এই ১৫ মিনিটে সাইনবোর্ড চেকপোস্টে ঢাকাগামী ছয়টি যাত্রীবাহী বাস ও দুটি হাইয়েস মাইক্রোবাসে পুলিশকে তল্লাশি এবং যাত্রীদেরকে জেরা করতে দেখা যায়। তল্লাশির দায়িত্বে থাকা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ‘ঢাকাগামী যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস গাড়িতে তল্লাশি চালাচ্ছি। আমরা দেখছি কেউ অতিরিক্ত কাপড় নিয়ে ঢাকায় যাচ্ছে কি না? কী উদ্দেশ্যে তারা ঢাকায় যাচ্ছেন, সেসব বিষয় তাদের কাছে জানতে চাচ্ছি। তবে বিকেল পর্যন্ত সন্দেহভাজন কাউকে আটক করা হয়নি।’

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড ও ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা মুন্সিখোলা এলাকায় ফতুল্লা থানা পুলিশের পৃথক দুটি চেকপোস্ট বসানো হয়েছে। রাজধানীতে প্রবেশমুখ রূপগঞ্জ থানার সুলতানা কামাল সেতু ও ৩০০ ফুট পূর্বাচলে রূপগঞ্জ থানার দুটি চেকপোস্ট বসানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা প্রথম আলোকে বলেন, ‘আমাদের চেকপোস্টগুলোতে সারা বছরই তল্লাশি চালানো হয়। কেউ যাতে নাশকতা ও অবৈধ কিছু বহন করে নিয়ে রাজধানীতে যেতে না পারে, এ কারণে পুলিশি তৎপরতা চালানো হচ্ছে।’