সিলেটেও আগামী নির্বাচন পর্যবেক্ষণে কাজ করবে ইইউ

সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বাংলাদেশে আসা ইইউ প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা। বৃহস্পতিবার সকালে নগর ভবনে
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষণ মিশনের একটি দল পর্যবেক্ষক হিসেবে কাজ করবে। আজ বৃহস্পতিবার সকালে সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশে আসা ইইউর প্রাক্‌-নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা বিষয়টি জানিয়েছেন। সিটি করপোরেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১০টায় নগর ভবনে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হকের সঙ্গে সাত সদস্যের ইইউ প্রতিনিধিদল বৈঠক করেছে। ইইউ প্রতিনিধিদলের সদস্যরা আগামী নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে কাজ করতে সিটি করপোরেশনের সহযোগিতা প্রত্যাশা করেছেন। এ সময় সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক।

বৈঠকে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন ২০২৩-এর ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) সেবাস্টিন রিগার ব্রন, নির্বাচন ও রাজনীতিবিষয়ক এক্সপার্ট দিমিত্রা আয়ানউ, সিকিউরিটি এক্সপার্ট ইয়ান মিলার, লিগ্যাল এক্সপার্ট ক্রিস্টিনা আলভেস, লজিস্টিক এক্সপার্ট ক্রিস্টপার চ্যামেইন, প্রোগ্রাম ম্যানেজার মেরি-হেলিন এন্ডারলিন ও তানজা নাদের উপস্থিত ছিলেন। এ ছাড়া সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবদুল আলিম শাহ ও আইটি কনসালট্যান্ট মো. সাদাত হোসেন খান বৈঠকে ছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া একজন প্রথম আলোকে বলেন, যদি নির্বাচন পর্যবেক্ষণ করতে ইইউর পর্যবেক্ষক দল সিলেটে আসে, তাহলে তারা সিটি করপোরেশনের কাছ থেকে কেমন সহযোগিতা পাবে, সে বিষয়ে সিটি কর্তৃপক্ষের কাছে জানতে চায় প্রতিনিধিদল। জবাবে সিটি কর্তৃপক্ষ বলেছে, নির্বাচন কমিশন বললে তাদের যেসব সহযোগিতা করার সুযোগ আছে, সব করবে তারা। পরে প্রতিনিধিদলের সদস্যরা সিলেটের ভালো কিছু হোটেল ও হাসপাতালের ঠিকানাসহ বিভিন্ন বিষয়ে তথ্য নেন।

চলতি বছরের ডিসেম্বরের শেষে বা আগামী বছরের জানুয়ারির প্রথম দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে নির্বাচনের পরিবেশ ও নির্বাচন-পূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় ইইউর নির্বাচনসংক্রান্ত তথ্যানুসন্ধানী দলটি গত শনিবার ১৬ দিনের সফরে ঢাকায় আসে।

এদিকে বিকেল চারটার দিকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের সঙ্গেও বৈঠক করেছে প্রতিনিধি দলটি। আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে এবং সিলেট সিটি নির্বাচনসহ সিলেটের সাম্প্রতিক নির্বাচনগুলো কেমন হয়েছে— এ বিষয়ে জেলা প্রশাসনের কাছে জানতে চায় প্রতিনিধি দল। বৈঠকে সিলেট সিটি নির্বাচনসহ সাম্প্রতিক নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশের অধিকার, ভোটার উপস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে ইইউ প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

জেলা প্রশাসনের সঙ্গে প্রায় আধা ঘণ্টা বৈঠকের পর ইইউ প্রতিনিধি দল চলে যায়। পরে বৈঠকের বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান। তিনি বলেন, ‘ইইউ আগামী সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে। তাই নির্বাচনের আগে পরিবেশ সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা তাঁদের আশ্বস্ত করেছি, কিছুদিন আগেই আমাদের সিলেটে সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনটি অত্যন্ত শান্তিপূর্ণ হয়েছে এবং এতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, ‘শেষ হওয়া সিলেট সিটি নির্বাচনে ভোটারের উপস্থিতি নিয়ে তাঁরা (ইইউ প্রতিনিধি দল) কথা বলেছেন। নির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল বলে তাঁদের কাছে মনে হয়েছে, ৪৬-৪৭ পারসেন্ট ভোট পড়েছে। আমরা বলেছি, বর্ধিত নতুন ওয়ার্ডে ৭৫ থেকে ৮০ পারসেন্ট ভোট পড়েছে।’ তিনি বলেন, ‘তাঁদের চাওয়াটা হলো শান্তিপূর্ণ নির্বাচন। এটি আমরাও চাই। নির্বাচন কমিশনের চাওয়া একটি শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেটি তাঁরাও চায় যে রকম চান, আমরাও চাই।’