বাড়ির কাজে ব্যস্ত ছিলেন মা, দুই বছরের নাঈম ডুবল পাশের ডোবায়
সকালে বাড়িতে গৃহস্থালির কাজ করছিলেন মা লাকী বেগম। এ সময় বাড়ির আঙিনায় খেলছিল তাঁর দুই বছর বয়সী শিশুসন্তান নাঈম হাসান। খেলার একপর্যায়ে মায়ের অগোচরে বাড়ির বাইরে চলে যায় নাঈম। কিছুক্ষণ পর প্রতিবেশীদের চিৎকারে বাড়ির বাইরে ছুটে আসেন লাকী বেগম। বাড়ির পাশের টিউবওয়েলের পানি জমে থাকা ডোবার পানিতে নাঈমকে ভাসতে দেখেন তিনি। তৎক্ষণাৎ ডোবায় ঝাঁপ দিয়ে পানি থেকে নাঈমের নিথর দেহ বুকে জড়িয়ে নেন লাকী বেগম। পরে নাঈমকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখানে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আজ বুধবার সকাল আটটার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার সকিনাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নাঈমের বাবা আইয়ুব আলী পেশায় একজন শ্রমিক। ঘটনার সময় তিনি গাইবান্ধার জেলার বালাসিঘাট এলাকায় একটি চীনা কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজে ছিলেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকালে বাড়ির উঠানে ছেলে নাঈমকে রেখে বাড়ির কাজ করছিলেন লাকী বেগম। কিছুক্ষণ পর বাড়ির বাইরে প্রতিবেশীদের চিৎকার শুনতে পান। এ সময় বাড়িতে ছেলেকে না দেখতে পেয়ে দৌড়ে বাড়ির বাইরে বের হন লাকী বেগম। বাড়িসংলগ্ন প্রায় ১০ হাত দূরে বাড়ির টিউবওয়েলের পানি জমে থাকার ডোবায় ছেলেকে ডুবে থাকতে দেখেন মা লাকী। এ সময় তিনি পানিতে ঝাঁপ দিয়ে ছেলেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন। পরে নাঈমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।