২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

মৌসুমের প্রথম ঘন কুয়াশায় তিন ঘণ্টা ফেরি বন্ধ, পরে চালু

ঘন কুয়াশার কারণে নৌযান চলাচল ব্যাহত হয়। আজ রোববার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটেছবি: এম রাশেদুল হক

মৌসুমের প্রথম ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার ভোর পাঁচটার পর থেকে আবার চলাচল বন্ধ হয়ে যায়। এতে ফেরি ও যানবাহনের চালকসহ যাত্রীরা দুর্ভোগে পড়েন। কুয়াশা কমলে সকাল সাড়ে আটটার দিকে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়। ঘন কুয়াশার কারণে এই নৌপথে লঞ্চ চলাচলও বিঘ্ন ঘটেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা যায়, আজ ভোর থেকে আকস্মিকভাবে পদ্মা নদীতে ঘন কুয়াশা পড়তে থাকলে নৌযান চলাচল ব্যাহত হয়। বেলা বাড়ার সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। একপর্যায়ে সামান্য দূরে কিছু দেখতে না পাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সোয়া পাঁচটা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে দৌলতদিয়া প্রান্তে পাঁচটি এবং পাটুরিয়া ঘাট প্রান্তে পাঁচটি ফেরি নোঙরে থাকতে বাধ্য হয়। অন্যান্য ফেরি পাটুরিয়া ঘাটের কাছে ভাসমান রাখা ছিল। সকাল সাড়ে আটটার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল আবার শুরু হয়। চলতি মৌসুমে ঘন কুয়াশার কারণে প্রথমবারের মতো ফেরি চলাচল বন্ধ থাকল।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক নূর আহম্মেদ ভূঁইয়া বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দৌলতদিয়া প্রান্তে রো রো (বড়) ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, এনায়েতপুরী, শাহ পরান ও ইউটিলিটি (ছোট) বনলতা নোঙরে রাখা হয়। এ সময় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা ঢাকামুখী যানবাহন নদী পাড়ি দিতে না পারায় দৌলতদিয়া প্রান্তে অপেক্ষা করতে থাকে।

আজ সকাল পৌনে আটটার দিকে দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়, ঘাট থেকে ফেরিগুলো যানবাহন বোঝাই করে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আবার কিছু ফেরি যানবাহনের জন্য অপেক্ষা করছে। ৪ নম্বর ঘাটে দুটি বড়, ৩ নম্বর ঘাটে একটি এবং ৬ নম্বর ঘাটে আরেকটি ছোট ফেরি যানবাহন নিয়ে অপেক্ষা করছিল। এসব ফেরিতে ঢাকামুখী দূরপাল্লার যাত্রীবাহী পরিবহনসহ পণ্যবাহী গাড়ি ছিল।

জামান ও সৌহার্দ্য পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক মনির হোসেন বলেন, রাজবাড়ী, কুষ্টিয়াসহ বিভিন্ন জেলা থেকে ভোরে ছেড়ে আসা পরিবহনের অনেক যাত্রী ঢাকায় গিয়ে অফিস বা ব্যবসা-বাণিজ্য করেন। এ ধরনের বেশ কিছু পরিবহন সকাল সাড়ে পাঁচটার পর থেকে ঘাটে দু-তিন ঘণ্টা আটকে ছিল। ফলে এসব পরিবহনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নাছির মোহাম্মদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া ও পাটুরিয়া প্রান্তে পাঁচটি করে ফেরি নোঙর করে ছিল। তবে যানবাহনের চাপ না থাকায় তেমন বেগ পেতে হয়নি।