ট্রাকচাপায় লালমনিরহাট জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নিহত, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

লালমনিরহাটের আদিতমারীতে বেপরোয়া ট্রাকচাপায় জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউনুস আলী (৪৫) নিহত হয়েছেন। আজ শনিবার রাত আটটার দিকে উপজেলার সারপুকুর ইউনিয়নের জুগিটারী এলাকায় লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। এ সময় ইউনুস আলী লালমনিরহাট শহর থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন।

ইউনুস আলী দৈনিক সময়ের কণ্ঠস্বর পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তাঁর বাড়ি হাতীবান্ধা উপজেলার টংভাঙা ইউনিয়নের পশ্চিম বেজগ্রামে।

ট্রাকচালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন।

ঘটনাস্থলে মালবোঝাই ট্রাকটি এবং নিহত সাংবাদিক ইউনুস আলীর মোটরসাইকেলটি পড়ে ছিল। ট্রাকচালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে আসেন। এ সময় আদিতমারী থানার পুলিশ ইউনুস আলীর মরদেহ আদিতমারী থানায় নিয়ে যায়।

এদিকে এ দুর্ঘটনার কথা শুনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় উপস্থিত সাংবাদিকেরা জুগিটারী এলাকায় মহাসড়ক অবরোধ করেন।

আদিতমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দেশ রূপান্তর পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি ফরহাদ আলম বলেন, ‘সহকর্মীর এভাবে মৃত্যুর খবর শুনে আমরা লালমনিরহাট জেলা শহর, আদিতমারী, কালীগঞ্জ ও হাতীবান্ধার সাংবাদিকেরা ছুটে এসেছি। আমরা এ ঘটনায় দায়ী ট্রাকচালক ও তাঁর সহকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’