খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আহ্বান, আ.লীগের সেই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

আবদুল মোতালেব হাওলাদার

আইন পরিবর্তন করে হলেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার। এ জন্য তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করেছে জেলা আওয়ামী লীগ।

আজ বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুপারিশের চিঠিতে তাঁর (মান্নান) ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীরের স্বাক্ষর আছে। ৯ অক্টোবর স্বাক্ষরিত চিঠিটি ডাকযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবর পাঠানো হয়েছে।

আরও পড়ুন

চিঠিতে উল্লেখ করা হয়, যখন আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপি-জামায়াতের অপপ্রচার, সন্ত্রাস ও অপরাজনীতির বিরুদ্ধে রাজপথে তৎপর, তখন পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাজনৈতিক কারণে আইন পরিবর্তন করে হলেও খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন। পত্রপত্রিকায় এ–সংক্রান্ত সংবাদ পরিবেশিত হওয়ার পর সারা দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মনে তীব্র ক্ষোভের সঞ্চার হয় এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। তাঁর এমন মন্তব্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীরা চরম ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন। এ কারণে জেলা আওয়ামী লীগ ৩ অক্টোবর তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয়। আবদুল মোতালেব হাওলাদার যথাসময়ে জবাব দেন। কিন্তু জবাব সন্তোষজনক না হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ সহকারে পাঠানো হলো।

আরও পড়ুন

গত ৩০ সেপ্টেম্বর বিকেলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপির চেয়ারপারসনকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ নেতা আবদুল মোতালেব। ওই পোস্টের মন্তব্যে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ঘটনার পর নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি দূর করতে ২ অক্টোবর আরেকটি পোস্ট দেন আবদুল মোতালেব। পরে দুটি পোস্টই তিনি ফেসবুক থেকে মুছে দেন।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদ্‌রোগে ভুগছেন। গত ৯ আগস্ট থেকে দুই মাসের বেশি সময় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এই প্রধানমন্ত্রী।

দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হন। দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন তিনি। ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয় সরকার। এর পর থেকে ছয় মাস পরপর তাঁর সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে।