কুড়িগ্রামে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

হামলার শিকার সাংবাদিক সুজন মাহমুদছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় সংবাদ প্রকাশের জের ধরে সুজন মাহমুদ নামের এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। রোববার সন্ধ্যা সাতটায় রাজীবপুর বাজার কম্পিউটার গলিতে এ হামলা হয়। হামলাকারীরা সবাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমানের অনুসারী বলে অভিযোগ পাওয়া গেছে।

সাংবাদিক সুজন মাহমুদ বলেন, ‘সন্ধ্যা ছয়টায় রাজীবপুর বাজারে সহকর্মীদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। সন্ধ্যা সাতটার দিকে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, সাব্বির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফি আলম, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানাসহ ৩০ থেকে ৩৫ জনের একটি দল এসে আমার ওপর আক্রমণ করে। এ সময় সঙ্গে থাকা আমার সহকর্মীরা আমাকে হামলার হাত থেকে রক্ষা করে একটি দোকানে বসিয়ে রাখে। মারমুখী দুর্বৃত্তরা দোকানের ভেতরে আমাকে আক্রমণ করে।’ তিনি বলেন, ‘হামলার সময় উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা ও ছাত্রদল কর্মী আবদুল্লাহ আল-মামুন আমাকে হুমকি দিয়ে বলেন ‘‘তোর কত বড় সাহস তুই নিউজ করস আবার থানায় অভিযোগ দিস!’’’

সুজন মাহমুদ বলেন, গত ৩ জানুয়ারি উপজেলা বিএনপির সভাপতি মোখলেছুর রহমানের নামে ‘বাংলা এডিশন’ নামের অনলাইন সংবাদমাধ্যমে ‘স্বপদে বহাল অধ্যক্ষ, নেপথ্যে উপজেলা বিএনপি’ শিরোনামে সংবাদ প্রকাশ করেন। এর জের ধরেই উপজেলা বিএনপির সাবেক সভাপতির অনুসারীরা হামলা করেন।

জানতে চাইলে উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা বলেন, ‘সাংবাদিক সুজন মাহমুদ আমাদের এলাকার ছেলে, আমরা তাকে ছোট ভাইয়ের মতো দেখি। কিন্তু ৫ আগস্টের পর সে বিএনপি নেতাদের নামে বিভিন্ন ধরনের মিথ্যা সংবাদ প্রচার করেছে। এই ঘটনায় আজ আমরা বাজারে তার কাছে জানতে গিয়েছিলাম সে আওয়ামী লীগের হয়ে বিএনপি নেতার বিরুদ্ধে লেগেছে কি না। এর বাইরে তার সাথে কিছুই ঘটেনি। আপনি সরেজমিনে এসে তদন্ত করে দেখেন।’

রাজীবপুর উপজেলা বিএনপি সাবেক সভাপতি মো. মোখলেছুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি সাংগঠনিক কাজে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। উপজেলায় ওই সাংবাদিকের সঙ্গে কী ঘটেছে, তিনি জানেন না। তবে তাঁর অনুসারীরা যদি কোনো সাংবাদিকের সঙ্গে খারাপ কিছু করে থাকে, তবে তিনি গিয়ে ব্যবস্থা নেবেন। কেউ কেউ তাঁর ইমেজ (ভাবমূর্তি) নষ্ট করার জন্য বিভিন্ন ঝামেলা করছে বলেও দাবি করেন তিনি।