চট্টগ্রাম বিমানবন্দরে পড়ে ছিল মালিকবিহীন ছয়টি লাগেজ, খোলার পর যা পাওয়া গেল

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা বিদেশি সিগারেটছবি: বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস অ্যারাইভাল হলের ‘লস্ট অ্যান্ড ফাউন্ড কর্নারের’ পাশে পড়েছিল মালিকবিহীন ছয়টি লাগেজ। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এসব লাগেজ খুলতেই পাওয়া গেল বিপুল পরিমাণ সিগারেটের কার্টন।

ছয়টি ব্যাগের কোনো মালিক খুঁজে না পাওয়া আজ শনিবার বেলা ১১টার দিকে বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ এগুলো খোলার সিদ্ধান্ত নেয়। খোলার পর এসব ব্যাগ থেকে ৮০০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

লাগেজগুলোর মালিকানা না পাওয়ায় পরিত্যক্ত হিসেবে এসব সিগারেট জব্দ করা হয়েছে বলে জানান চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের মুখপাত্র মোহাম্মদ ইব্রাহীম খলিল। প্রথম আলোকে তিনি জানান, ব্যাগেজ রুল অনুযায়ী, একজন যাত্রী এক কার্টন সিগারেট সঙ্গে আনতে পারবেন। এ জন্য কোনো শুল্ককর দিতে হবে না। এর বেশি আনার সুযোগ নেই। আর আমদানি নীতি আদেশ অনুযায়ী, সিগারেট শর্তযুক্ত আমদানি পণ্য। অর্থাৎ সিগারেট আমদানিতে প্যাকেটের গায়ে বাংলায় ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ লেখা থাকতে হবে।

বিমানবন্দর দায়িত্বশীল কর্মকর্তারা জানান, পরিত্যক্ত মালামাল জব্দের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।