৬ মাসের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ৫ বছর

কারাগার
প্রতীকী ছবি

ফেনীর সোনাগাজীতে মাদকের মামলায় ছয় মাসের সাজা পেয়েছিলেন মো. জাহিদ (৩৮)। সেই সাজা থেকে বাঁচতে চট্টগ্রামে পাঁচ বছর পালিয়ে ছিলেন তিনি। তবে পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত তিনি পুলিশের কাছে ধরা পড়েছেন।

গতকাল শুক্রবার রাতে উপজেলার পশ্চিম চরচান্দিয়া এলাকার বাড়ি থেকে জাহিদকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের পশ্চিম চরচান্দিয়া এলাকার নবী উল্লাহর ছেলে।

পুলিশ জানায়, ২০১৭ সালে জাহিদকে গাঁজাসহ গ্রেপ্তার করে মামলা দিয়ে কারাগারে পাঠায় পুলিশ। পরে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান জাহিদ। তিনি আর আদালতে হাজির না হয়ে গোপনে চট্টগ্রামে চলে যান। দীর্ঘ শুনানি শেষে আদালত জাহিদকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন।

সোনাগাজী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব আলম সরকার বলেন, আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ার পর থানার অনেক কর্মকর্তা জাহিদের খোঁজে মাঠে নামেন। কিন্তু কোথাও তাঁর সন্ধান পাওয়া যায়নি। জাহিদ গ্রেপ্তার এড়াতে প্রায় সময় স্থান পরিবর্তন করতেন। সম্প্রতি এক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের দুটি স্থানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গত বৃহস্পতিবার রাতে তিনি চট্টগ্রাম থেকে বাড়িতে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, জাহিদকে আদালতের মাধ্যমে ফেনীর কারাগারে পাঠানো হয়েছে।