চকরিয়ায় যুবককে অস্ত্রের মুখে তুলে নিয়ে খুন

হত্যাপ্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় এক ব্যক্তিকে অস্ত্রের মুখে তুলে নিয়ে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তাঁর নাম আবদুর রহমান (৩৬)। তিনি উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটের পূর্ব ডুমখালী এলাকার বাসিন্দা। আজ সোমবার সন্ধ্যায় পূর্ব ডুমখালীর রেললাইনের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, আবদুর রহমান ইফতারের আগে মালুমঘাট স্টেশনে বাজার করছিলেন। এ সময় ছয়–সাতজন ব্যক্তি অস্ত্রের মুখে আবদুর রহমানকে তুলে নিয়ে যান। পরে ডুমখালী এলাকার রেললাইনের কাছে নিয়ে ছুরিকাঘাত করে ও পিটিয়ে তাঁকে হত্যা করে।

নিহত আবদুর রহমান একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ২০২২ সালের ২৩ মে আমির হোসেন নামের এক ব্যক্তিকে গুলি করে ও পিটিয়ে হত্যার ঘটনায় মামলাটি করা হয়। ওই হত্যাকাণ্ডের জেরে আবদুর রহমানকে হত্যা করা হয়েছে বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম বলেন, মালুমঘাট স্টেশন থেকে প্রকাশ্যে অস্ত্রের মুখে জিম্মি করে আবদুর রহমানকে তুলে নিয়ে ছুরিকাঘাতে ও পিটিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন। ধারণা করা হচ্ছে, আমির হোসেন হত্যার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, স্থানীয় বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আবদুর রহমানকে হত্যা করেছেন। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান চলছে।