পোষা হাতির আক্রমণে প্রাণ গেল মাহুতের

হাতি
ফাইল ছবি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পোষা হাতির আক্রমণে এক মাহুতের (হাতির দেখভাল করা ব্যক্তি) মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নের রাঘনা সংরক্ষিত বন এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম রাসেল মিয়া (৪০)। তাঁর বাড়ি কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামে। হাতিটির মালিকের নাম এম এ রহমান। তিনি কুলাউড়ার কর্মধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

আজ সোমবার সকালে মুঠোফোনে হাতিটির মালিক এম এ রহমান বলেন, বনের ক্ষতি করায় হাতিটিকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মাহুতকে (রাসেল) পাঠিয়েছিলেন। পরে দুর্ঘটনার খবর পান। হাতিটি রাঘনা বনের ভেতরে ঢুকে পড়েছে।

বন বিভাগ ও হাতির মালিক সূত্রে জানা যায়, পুরুষ হাতিটির নাম রাখা হয়েছিল ‘আমীর বাহাদুর’। হাতিটি সাধারণত রাঘনা বনে বিচরণ করে। বনের বাঁশ ও গাছপালার ক্ষতি করায় সম্প্রতি বন বিভাগের পক্ষ থেকে হাতিটিকে সরিয়ে ফেলতে মালিককে জানানো হয়। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহুত রাসেল হাতিটি নিয়ে হেঁটে মালিকের বাড়িতে ফিরছিলেন। পথে হঠাৎ হাতিটি মাহুতকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে পাথরে আঘাত লেগে রাসেলের মাথার পেছনের অংশ থেঁতলে যায়। পরে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

বন বিভাগের জুড়ীর রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, দুর্ঘটনার বিষয়টি তাঁরা মৌলভীবাজারের বন্য প্রাণী বিভাগের লোকজনকে জানিয়েছেন।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার জেলা সদরের ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হবে।