শরতের সকালে লালমনিরহাটে জিপিএ-৫ উৎসব

লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীরাছবি: মঈনুল ইসলাম

শরতের সকালে লালমনিরহাটের বিভিন্ন উপজেলা থেকে চার শতাধিক শিক্ষার্থী এসেছে জেলা পরিষদের মিলনায়তনে। খুশির ঝিলিক তাদের চোখে–মুখে। বন্ধু-সহপাঠীদের সঙ্গে ছবি তুলছিল তারা। এর মধ্য দিয়েই শুরু হয় জেলার বিভিন্ন বিদ্যালয়ের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা। আজ শুক্রবার সকাল ১০টার দিকে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন।

সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এবারের উৎসবটি পাওয়ার্ড বাই ‘বিকাশ’। সহযোগিতা করছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

জিপিএ-৫ উৎসবে যোগ দিতে দূরদূরান্ত থেকে শিক্ষার্থীরা এসেছে। প্রায় ১০০ কিলোমিটার দূরের পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ থেকে মা ও ছোট ভাইকে নিয়ে এসেছে মীম আক্তার। মেয়েকে অনুষ্ঠানস্থলে পাঠানোর পর বাইরে অপেক্ষা করছিলেন মা সাথী বেগম। তিনি বলেন, ‘মেয়ে ভেতরে আছে, ওর জন্য অনুষ্ঠান। আমি পরে অনুষ্ঠানে প্রবেশ করব।’

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর প্রতীক ক্যাপ্টেন (অব.) আজিজুল হক, নারী অধিকার সংগঠক ফেরদৌসী বেগম, জেলা সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি স্বপ্না জামান, লালমনিরহাট উন্নয়ন আন্দোলন সংগ্রাম পরিষদের আহ্বায়ক সুপেন্দ্র নাথ দত্ত, প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ ও লালমনিরহাট জেলা প্রতিনিধি আবদুর রব।

দিনব্যাপী সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, অনলাইনে সার্টিফিকেট, প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স, ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস। উৎসবের দ্বিতীয় অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিতে উৎসব প্রাঙ্গণে উপস্থিত হবেন লালমনিরহাটের গুণী শিক্ষক ও প্রথম আলোর জ্যেষ্ঠ কর্মীরা।