লক্ষ্মীপুরে শ্রমিক লীগ নেতার করা মামলায় বিএনপির ১৪ নেতা–কর্মীর জামিন

আদালত
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় শ্রমিক লীগের এক নেতার করা মামলায় বিএনপির ১৪ নেতা-কর্মীকে জামিন দিয়েছেন আদালত।

রোববার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক শুনানি শেষে অভিযোগপত্র দাখিল পর্যন্ত তাঁদের জামিনের আদেশ দেন।

আসামিদের আইনজীবী কবির হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, আসামিরা উচ্চ আদালতে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেন। আদালত তাঁদের জামিন দিয়ে ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। আজ তাঁরা লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন মঞ্জুর করেন।

১০ দফা দাবিতে বিএনপির কেন্দ্রঘোষিত অবস্থান কর্মসূচি চলার সময় গত ৮ এপ্রিল রামগঞ্জ পৌরসভার নন্দপুর এলাকায় এরশাদ হোসেন সড়কে বিএনপি এবং আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ওই দিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাদী হয়ে রামগঞ্জ থানায় বিএনপির তিন শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন।

মামলায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।