দোহারে বিএনপি নেতা শিক্ষক হারুনুর রশিদের খুনিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

ঢাকার দোহারে বিএনপি নেতা হারুনুর রশিদের খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। আজ রোববার দুপুরে উপজেলার কার্তিকপুর বাজার সড়কেছবি: প্রথম আলো

ঢাকার দোহার উপজেলায় বিএনপি নেতা ও শিক্ষক হারুনুর রশিদের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কার্তিকপুর বাজারে এ মানববন্ধন করা হয়। ‘দোহার আদর্শ শিক্ষক ফেডারেশন’ নামের একটি সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক হারুনুর রশিদ রাজনৈতিক বিভেদে হত্যার শিকার হয়েছেন। তাঁকে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে একজন আদর্শ শিক্ষকের মর্যাদা বিনষ্ট করা হয়েছে। শিক্ষক সংগঠনের নেতারা দ্রুত হারুনুর রশিদের খুনি ও ঘটনার নেপথ্যের ব্যক্তিদের খুঁজে বের করার আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের দোহার উপজেলা সভাপতি মো. নূরে আলম, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, কুসুমহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াহাব, দলিলুর রহমান, আবদুর রাজ্জাক, মাসুম হোসেন প্রমুখ।

হারুনুর রশিদ উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। গত বুধবার সকাল ছয়টার দিকে বাড়ি থেকে হাঁটতে বের হন হারুনুর রশিদ। পেছন থেকে তিন যুবক এসে তাঁকে গুলি করে ও কুপিয়ে হত্যার পর লাশ ফেলে রাখে। এ ঘটনায় গতকাল শনিবার সকালে নিহত শিক্ষকের ভাই আবদুল মান্নান থানায় হত্যা মামলা করেন। মামলায় বিএনপি নেতা সামসুদ্দিন মেম্বারকে প্রধান আসামি করা হয়েছে।

আরও পড়ুন