নারায়ণগঞ্জে নিখোঁজের তিন দিন পর খাল থেকে রিকশাচালকের লাশ উদ্ধার

মৃত্যু
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে নিখোঁজের তিন দিন পর খাল থেকে কুদ্দুস আলী (৪৫) নামের এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে নগরের উত্তর চাষাঢ়া এলাকার গঞ্জে আলী খাল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে।

নিহত কুদ্দুস আলী গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার গৌরীপুর গ্রামের মুফাস মিয়ার ছেলে। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে নারায়ণগঞ্জের ব্যাংক কলোনি এলাকার আবদুস সাত্তারের বাড়িতে ভাড়ায় থাকতেন।

নিহত কুদ্দুস আলীর স্ত্রী শহিদা বেগম প্রথম আলোকে বলেন, গত শনিবার সকালে বাসা থেকে বের হন তিনি। এর পর থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। তিনি নিজে বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। তাঁদের সংসারে দুই সন্তান রয়েছে। গঞ্জে আলী খালে লাশ ভেসে ওঠার খবর পেয়ে দুপুরে তাঁরা গিয়ে লাশ শনাক্ত করেন।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান প্রথম আলোকে বলেন, কুদ্দুস আলীর লাশ যে খালে পাওয়া গেছে, সেখান থেকে কিছুটা দূরেই তাঁর ভাড়া বাসা। তিনি মৃগীরোগী ছিলেন। ধারণা করা হচ্ছে, খালপাড়ে প্রস্রাব করার সময় মৃগীরোগ উঠলে পড়ে গিয়েছিলেন। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।