বানারীপাড়ায় নারীকে পেটানোর পর চুবিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

হত্যা
প্রতীকী ছবি

বরিশালের বানারীপাড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করার পর পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বিকেলে বানারীপাড়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গাভা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত নারীর নাম কারিমা বেগম (২৬)। ঘটনায় অভিযুক্ত তাঁর স্বামী সালাম হাওলাদারকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই এলাকার আজিজ হাওলাদারের ছেলে। সালাম পেশায় একজন ভ্যানচালক।

কারিমা বরগুনার পাথরঘাটা উপজেলার ছোনবুনিয়া গ্রামের কালাম হাওলাদারের মেয়ে। আজ মঙ্গলবার সকালে কারিমার মামা হেমায়েত উদ্দিন বাদী হয়ে সালাম হাওলাদারকে আসামি করে বানারীপাড়া থানায় হত্যা মামলা করেছেন। সালাম-কারিমা দম্পতির দুটি সন্তান রয়েছে।

সালাম হাওলাদার প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ আলম চৌধুরী বলেন, আজ সকালে থানায় হত্যা মামলার পর সালামকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। কারিমার লাশ বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কারিমার স্বজন ও প্রতিবেশীরা জানান, দাম্পত্যকলহের জেরে গতকাল বিকেলে কারিমাকে প্রথমে ঘরের দরজা আটকানোর কাঠের লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন স্বামী সালাম হাওলাদার। পরে টেনেহিঁচড়ে বাড়ির পাশের খালে নামিয়ে পানিতে চুবিয়ে হত্যা করেন। মৃত্যু নিশ্চিত হওয়ার পর কারিমার লাশ খালের তীরে এনে লুঙ্গি দিয়ে ঢেকে রাখেন। স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এবং সালামকে আটক করেন। পরে বানারীপাড়া থানা-পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং সালামকে আটক করে।

পুলিশ জানায়, সালাম হাওলাদার প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তাঁর স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন এমন সন্দেহে তিনি স্ত্রীকে হত্যা করেছেন।