পাংশায় পদ্মার চরে দেখা মিলল রাসেলস ভাইপার, পিটিয়ে মেরে ফেললেন কৃষক

রাজবাড়ীর পদ্মার চর
ফাইল ছবি

রাজবাড়ীর পাংশায় ধান কাটতে গিয়ে একটি বিষধর রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের দেখা পান ইয়াকুব আলী নামের এক কৃষক। সাপটি পিটিয়ে মেরে ফেলেছেন তিনি। গতকাল শনিবার দুপুরের দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে পদ্মা নদীর চরে এ ঘটনা ঘটে। জানাজানি হয় আজ রোববার।

সাপটি প্রায় সাড়ে তিন ফুট লম্বা ছিল। এ ঘটনায় নদী এলাকার কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। উপজেলা প্রশাসন এ ব্যাপারে আগামীকাল সোমবার স্থানীয় কৃষকদের নিয়ে সচেতনতামূলক একটি অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে।

কৃষক ইয়াকুব আলী বাহাদুরপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন শনিবার সকালে ইয়াকুব আলীসহ কয়েকজন দিনমজুর শ্রমিক হিসেবে স্থানীয় শিমুল প্রামাণিক নামের এক ব্যক্তির জমিতে ধান কাটতে যান। ধান কাটার সময় একটি সাপ দেখতে পান ইয়াকুব আলী। এ সময় তিনিসহ কয়েকজন মিলে তাঁদের হাতে থাকা কাঁচি দিয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। পরে জানতে পারেন সাপটির নাম রাসেলস ভাইপার।

জমির মালিক শিমুল প্রামাণিক সাংবাদিকদের বলেন, ‘ছয়জন কৃষক আমাদের জমির ধান কাটছিলেন। এ সময় একটি বিষধর সাপ দেখতে পেয়ে তাঁরা সেটি মেরে ফেলেছেন। পরে জানা গেছে সাপটি রাসেলস ভাইপার ছিল। এ ঘটনার পর থেকে স্থানীয় কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এখন অনেকেই পদ্মার চরে আর ধান কাটতে যেতে চাচ্ছেন না।’

পাংশা উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, উপজেলার বাহাদুরপুর ও হাবাসপুর ইউনিয়নের পদ্মা নদীর চরে প্রায় পাঁচ হাজার হেক্টর আবাদি জমি রয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমে পদ্মার চরে রাসেলস ভাইপারের উপদ্রপ দেখা যায়। এর আগে পদ্মার চর থেকে কয়েকজন কৃষককে রাসেলস ভাইপার সাপে কামড় দেওয়ার ঘটনাও ঘটেছে। রাসেলস ভাইপার সাপের ভয়ে কৃষকেরা পদ্মার চরে কাজ করতে যেতে চান না।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা প্রথম আলোকে বলেন, পদ্মার চরে এ বছর নতুন করে রাসেলস ভাইপারের উপদ্রব দেখা দিয়েছে। শনিবার স্থানীয় কৃষকেরা এ ধরনের বিষধর সাপ দেখে পিটিয়ে মেরে ফেলেছেন বলে আজ সকালে জানতে পেরেছেন তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে মাত্র চারজন সাপে কাটা রোগীকে প্রয়োগ করার মতো ভ্যাকসিন রয়েছে। রাসেলস ভাইপার বিষয়ে কৃষকদের নিয়ে আগামীকাল উপজেলা পরিষদ চত্বরে সচেতনতামূলক একটি অনুষ্ঠান আছে। সেখানে আসা কৃষকদের রাসেলস ভাইপার নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।