পটুয়াখালীতে গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় মামলা, স্বামী গ্রেপ্তার
পটুয়াখালীর মির্জাগঞ্জে জান্নাতি বেগম (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের মেহেন্দিয়াবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম ফিরোজ সিকদার। তিনি পেশায় ট্রাকচালক।
এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মেহেন্দিয়াবাদ গ্রামে ফিরোজের বাড়ি থেকে জান্নাতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল বিকেলে মির্জাগঞ্জ থানায় মামলা করেন জান্নাতির বাবা হাবিবুর রহমান। মামলায় জান্নাতির স্বামী ফিরোজ ও শাশুড়ি ফিরোজা বেগমকে আসামি করা হয়েছে। গতকাল সন্ধ্যায় ফিরোজকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহারের অভিযোগ করা হয়েছে, প্রায় পাঁচ মাস আগে ট্রাকচালক ফিরোজের সঙ্গে জান্নাতির বিয়ে হয়। এর পর থেকে যৌতুকের দাবিতে ফিরোজ ও তাঁর মা ফিরোজা বেগম মিলে জান্নাতিকে নির্যাতন করতেন। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় জান্নাতির ওপর নির্যাতন চালিয়ে তাঁকে হত্যা করা হয়। হত্যার পর তাঁর লাশ নিজেরাই হাসপাতালে নিয়ে যান এবং এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, জান্নাতির বাবার দায়ের করা মামলায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।