ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে পঞ্চগড়ে এক যুবক গ্রেপ্তার
পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে মো. সবুজ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার ঘাগড়া সীমান্তের ৭৫৩ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাবপিলার থেকে বাংলাদেশের প্রায় ৫০ গজ ভেতর থেকে তাঁকে আটক করা হয়।
এ ঘটনায় বাদী হয়ে গতকাল রোববার বিকেলে পঞ্চগড় সদর থানায় একটি মামলা করেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন ঘাগড়া বিওপির হাবিলদার মো. রমজান আলী। ওই মামলায় পরে সবুজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার সবুজ পঞ্চগড় সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের নাককাঠিপাড়া এলাকার বাসিন্দা।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সবুজকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক বলেন, ভারত থেকে গরু আনতে অনুপ্রবেশের উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন তিনি। আটকের সময় তাঁর কাছে থাকা একটি মুঠোফোন জব্দ করা হয়।
এ বিষয়ে গতকাল রাত পৌনে ১০টার দিকে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, সীমান্তে আটক ওই যুবককে থানায় হস্তান্তর করে মামলা করেছে বিজিবি। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করা হবে।