কর্ণফুলী নদীতে সারবোঝাই লাইটার জাহাজডুবি, একজন নিখোঁজ

জাহাজডুবিপ্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে আমদানি করা ১ হাজার ৬০০ টন সারসহ এমভি মাকসুদা-২ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এতে জাহাজে কর্মরত ১২ জন তীরে উঠতে পারলেও একজন শ্রমিক (স্কট) নিখোঁজ রয়েছেন। তাঁর নাম আজিজুর রহমান (৪১)। গতকাল রোববার রাত সাড়ে ১০টার সময় কর্ণফুলী ডকইয়ার্ড–সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।

আজিজুর রহমান রাঙ্গুনিয়া উপজেলার মধ্য ঘাগড়া এলাকার বাসিন্দা। নৌ-পুলিশ সূত্র জানায়, গতকাল রাতে নোঙর করা অবস্থায় সারবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে যায়। ওই জাহাজে কর্মরত ১৩ জনের মধ্যে ১২ জন তীরে উঠে গেলেও একজন এখন পর্যন্ত নিখোঁজ।

এমভি মাকসুদা-২ লাইটার জাহাজটি কাদেরিয়া এন্টারপ্রাইজের বলে জানা গেছে। জাহাজডুবির পর বন্দর কর্তৃপক্ষের কান্ডারি-৭ ও নৌ-পুলিশের সদস্যরা অন্যান্য জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে কাজ করেন।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ একরাম উল্লাহ প্রথম আলোকে বলেন, আজ সোমবার দুপুর থেকে নিখোঁজ শ্রমিকের উদ্ধার তৎপরতা শুরু হবে। উদ্ধার তৎপরতার পর জাহাজডুবির বিষয়ে অনুসন্ধান করা হবে।

বন্দর সচিব মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, জাহাজটি বন্দর জেটির উজানে সদরঘাট এলাকায় ডুবেছে। এতে বন্দরের জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। এরপরও বয়া মার্কিং করে দেওয়া হয়েছে যাতে সেখানে ছোট জাহাজ চলাচলের সময় দুর্ঘটনাস্থল এড়িয়ে চলতে পারে।