গাজীপুরে পোশাকশ্রমিককে মারধরের অভিযোগে বিক্ষোভ
গাজীপুর কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিককে মারধরের অভিযোগে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। আজ সোমবার সকালে নিট এশিয়া নামের ওই কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেন।
শ্রমিকদের অভিযোগ, গত শনিবার কাজ করার সময় একজন সুপারভাইজার ও শ্রমিককে মারধর করেন ওই প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক (জেনারেল ম্যানেজার)। এর আগে গত ১৩ অক্টোবর কারখানার এক প্রসূতিকে মারধর করেন তিনি। কোনো করণ ছাড়াই মাঝেমধ্যে শ্রমিকদের গায়ে হাত তোলেন ওই কর্মকর্তা।
কারখানার শ্রমিক আব্বাস উদ্দিন বলেন, শ্রমিককে মারধরের ঘটনায় গতকাল রোববার কর্মবিরতি দেওয়া হয় এবং বিচারের দাবি জানানো হয়। আজ সকালে কারখানা ফটকে গেলে শ্রমিকদের ঢুকতে দেওয়ায় হয়নি। কর্তৃপক্ষ মৌখিকভাবে বলেছে, কারখানা ছুটি। এরপর তাঁরা শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেছেন।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বেলা সাড়ে ১১টা পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভ চলছিল।
বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন গাজীপুর জেলার সভাপতি আমজাদ হোসেন বলেন, নিট এশিয়া লিমিটেড কারখানার উৎপাদন মহাব্যবস্থাপক শ্রমিকদের মারধর করেন। এ ঘটনায় শ্রমিকেরা শান্তিপূর্ণ আন্দোলন করেন। তাঁদের কারখানায় ঢুকতে দেওয়া হয়নি। পরে তাঁরা নিট এশিয়া গ্রুপের আশপাশের কারখানাগুলো বন্ধ করার জন্য অবস্থান নিয়েছেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, শ্রমিক মারধরের ঘটনায় শ্রমিকেরা বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।