নারায়ণগঞ্জে ময়লার গাড়ির ধাক্কায় অন্তঃসত্ত্বা নারী নিহত

ময়লার গাড়ির ধাক্কায় অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। আজ রোববার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায়ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন। আজ রোববার সকাল আটটার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়কে এ ঘটনা ঘটে।

নিহত অন্তঃসত্ত্বা নারীর নাম অনি রানী (৩৫)। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার উত্তর হাজীগঞ্জ এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি সিদ্ধিরগঞ্জের গোদনাইলের নিট কনসার্ন নামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। নিহত অনি রংপুরের কাউনিয়া উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকার ববেন চন্দ্রের মেয়ে। দুর্ঘটনার পর গাড়িচালক চালক ইকবালকে (৩৫) আটক করা হয়েছে।

নিহত অনি রানীর স্বামী অতুল চন্দ্র প্রথম আলোকে বলেন, তাঁর স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ সকালে তাঁর স্ত্রী কারখানায় কাজে যাচ্ছিলেন। পথে গাড়ি চাপায় তাঁর স্ত্রীকে মেরে ফেলা হয়েছে। পরিবারের অন্যদের সঙ্গে কথা বলে এ বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা নেবেন।

ময়লার গাড়ির ধাক্কায় অন্তঃসত্ত্বা নারী নিহতের পর ঘটনাস্থলে আশপাশের লোকজন ভিড় করেন। আজ রোববার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায়
ছবি: প্রথম আলো

প্রত্যক্ষদর্শী ও নিহত অনির স্বজন নিমাই চন্দ্র প্রথম আলোকে বলেন, তাঁরা এক সঙ্গে নিট কনসার্ন পোশাক কারখানায় কাজ করেন। তাঁরা একসঙ্গেই কারখানায় যাচ্ছিলেন। তিনি হেঁটে আগে চলে যান। অনি পেছনে ছিলেন। সিটি করপোরেশনের ময়লার গাড়ি পেছনের দিকে চলতে শুরু করলে অন্য শ্রমিকেরা দৌড়ে সরে যেতে পারলেও অনি সরতে পারেননি। পরে গাড়িটি অনিকে চাপা দিয়ে পেছনের বৈদ্যুতিক খুঁটিতে গিয়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই অনি মারা যান।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, আজ সকালে অনি রানী পোশাক কারখানায় যাচ্ছিলেন। পাঠানটুলি এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি (ড্রাম ট্রাক) পেছনে ঘোরানোর সময় তাঁকে ধাক্কা দেয়। এতে ময়লার গাড়ি ও বৈদ্যুতিক খুঁটির মধ্যে চাপা পড়ে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন গাড়ির চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।