আনোয়ারায় দোয়াত কলম–সমর্থকের মাথা ফাটাল প্রতিপক্ষের লোকজন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারের দীর্ঘ সারি। আজ সকাল সাড়ে দশটায়প্রথম আলো

চট্টগ্রামের আনোয়ারার বরুমচড়ায় নির্বাচনী সহিংসতায় জাহিদ হাসান নামের এক ব্যক্তির মাথা ফাটিয়েছেন প্রতিপক্ষের সমর্থকেরা। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বরুমচড়া আখতারুজ্জামান চৌধুরী উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত জাহিদ হাসান দোয়াত–কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তৌহিদুল হক চৌধুরীর সমর্থক বলে জানা গেছে। ঘটনার সঙ্গে সঙ্গে স্ট্রাইকিং ফোর্স পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়।

ওই কেন্দ্রে ভোট দিতে আসা লোকজন জানান, আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাজী মোজাম্মেল হকের সমর্থকদের সঙ্গে দোয়াত–কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তৌহিদুল হক চৌধুরীর সমর্থকদের কথা-কাটাকাটি ও বাগ্‌বিতণ্ডা হয়। সেখানে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে জাহিদ হাসানের মাথা ফাটিয়ে দেন প্রতিপক্ষের লোকজন।

আহত জাহিদ হাসান বলেন, বরুমচড়া আখতারুজ্জামান চৌধুরী উচ্চবিদ্যালয় কেন্দ্রের মাঠে তাঁর সঙ্গে আনারস প্রতীকের লোকজনের তর্কাতর্কি হয়। একপর্যায়ে আনারসের কর্মী সমর্থকেরা তাঁকে মারধর করে মাথা ফাটিয়ে দেন।

দলীয় সূত্রে জানা গেছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সমর্থন নিয়ে নির্বাচন করছেন তৌহিদুল হক চৌধুরী। অন্যদিকে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান কাজী মোজাম্মেল হককে সমর্থন দিচ্ছেন বলে জানা গেছে।

মারামারির ঘটনায় ওই কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট হোসাইন মোহম্মদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে স্ট্রাইকিং ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ভোট গ্রহণ অব্যাহত ছিল।

এ ব্যাপারে জানতে ওই কেন্দ্রের আনারসের এজেন্ট আবুল বশরের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

সহকারী রিটার্নিং কার্যালয় সূত্র জানায়, আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়নে ৭৪টি ভোটকেন্দ্র আছে। তার মধ্যে স্থায়ী ভোটকক্ষ ৪৮৪টি এবং অস্থায়ী ভোটকক্ষ ৫০টি। পুরুষ ভোটার ১ লাখ ২৩ হাজার ৮৮৮ জন এবং নারী ভোটার সংখ্যা ১ লাখ ৯ হাজার ২২১ জন।