সিলেটে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নারীর মৃত্যু, স্বামী নিখোঁজ

নৌ দুর্ঘটনা
প্রতীকী ছবি

সিলেটের গোয়াইনঘাটে চেঙ্গেরখাল নদে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে হায়ারুন বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন তাঁর স্বামী আনফর আলী (৫৫)।

গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের চেঙ্গেরখাল নদে এ ঘটনা ঘটে। নিখোঁজ আনফর আলী হাতিরকান্দি গ্রামের বাসিন্দা।

বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির পর আনফর আলীর ছেলে রহুল আমিনকে (১০) জীবিত উদ্ধার করা হয়েছে। পুলিশ বালুবোঝাই বাল্কহেডটি জব্দের পাশাপাশি সঙ্গে থাকা চারজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার বিকেল পাঁচটার দিকে আনফর আলী নৌকায় করে স্ত্রী ও ছেলেকে নিয়ে চেঙ্গেরখাল নদ পার হচ্ছিলেন। এ সময় গোয়াইনঘাটগামী একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকাটি উল্টে যায়। এতে তিনজনই পানিতে পড়ে যান। এ সময় আশপাশে থাকা অনেকে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রথমে শিশু রুহুল আমিনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। পরে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে হায়ারুন বেগমের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে আজ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত নিখোঁজ আনফর আলীকে উদ্ধার করা সম্ভব হয়নি।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হায়ারুন বেগমের মরদেহ উদ্ধার করেছে। এক শিশুকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে নিখোঁজ ওই ব্যক্তিকে উদ্ধার করতে আজ সকাল থেকে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় বাল্কহেডে থাকা চারজনকে আটক করা হয়েছে।