নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পায়ের গোড়ালি

বান্দরবান জেলার মানচিত্র

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে সুরুত আলম (৪০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের মিয়ানমার সীমান্তঘেঁষা চেরারমাঠ নিকোছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

সুরুত আলম নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেরারমাঠ এলাকার বাসিন্দা। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাচ্ছেন বলে বিকেল চারটার দিকে প্রথম আলোকে নিশ্চিত করেছে থানা-পুলিশ।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা প্রথম আলোকে বলেন, মাইন বিস্ফোরণে সুরুত আলম নামের ওই ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাটি শোনার পর তাঁরা বিস্তারিত খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, সুরুত আলম দুপুরে মিয়ানমার সীমান্তে যান। তিনি সীমান্তের ছোট ছড়া নিকোছড়ি পার হয়ে শূন্যরেখার ভেতরে ফাঁদ পেতে বনমোরগ ধরতে গিয়েছিলেন। সীমান্তঘেঁষা জঙ্গলে ফাঁদ পাতার সময় বিকট শব্দে স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে সুরুত আলমের ডান পায়ের গোড়ালি উড়ে গেছে। চেরারমাঠ নিকোছড়ি এলাকাটি মিয়ানমার সীমান্ত-সংলগ্ন এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ফরিদুল আলম বলেন, সুরুত আলম একাই বনমোরগ ধরতে গিয়েছিলেন। যাওয়ার পরপরই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দ শুনে এলাকাবাসী ধারণা করেন, সুরুত আলমের কিছু একটা হয়েছে। তাঁরা ওই এলাকায় গিয়ে তাঁকে গুরুতর আহত অবস্থায় খুঁজে পান। তাঁর ডান পায়ের গোড়ালি উড়ে যাওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। এলাকাবাসী তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেছেন।