অটোরিকশায় যাচ্ছিলেন শ্বশুরবাড়ি, সড়কে ছিটকে লাশ হয়ে ফিরলেন বাড়িতে
স্ত্রীকে সঙ্গে নিয়ে অটোরিকশায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন মজনু মিয়া (৪৫)। কিছুদূর যেতেই অটোরিকশা থেকে ছিটকে পড়ে যান সড়কে। এতে গুরুতর আহত হন তিনি। স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ভেদুরিয়া বাজার এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে। মারা যাওয়া মজনু মিয়ার বাড়ি উপজেলার ছোট চরকালিয়া গ্রামে। ওই গ্রামের সুরুজ প্রধান ও আয়েশা খাতুন দম্পতির ছেলে তিনি। মজনু মিয়ার দুটি সন্তান আছে। তাঁর শ্বশুরবাড়ি উপজেলার এখলাশপুর গ্রামে।
মজনু মিয়ার স্ত্রী সাবিনা বেগম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘স্বামীকে নিয়া আমার বাবার বাড়ি এখলাশপুর গ্রামে বেড়াইতে যাইতাছিলাম। বেড়ান তো অইলই না, উল্টা অটো থেইকা ছিটকাইয়া পইরা আমার স্বামী মইরা গেল। চোহের সামনে স্বামীর মরণ দেখলাম। তাঁর আয়েই সংসার চলত। এহন সংসার চলব ক্যামনে। স্বামী ছাড়া আমি বাঁচুম ক্যামনে। স্বামী যাইতেছিলেন বেড়াইতে, এহন বাড়ি আইলেন লাশ অইয়া।’
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক ওই ব্যক্তির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।