পানছড়িতে একসঙ্গে এইচএসসি পাস করলেন মা-ছেলে ও মা-মেয়ে

খাগড়াছড়ি জেলার মানচিত্র

উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এ বছর খাগড়াছড়ির পানছড়িতে একসঙ্গে মা-ছেলে এবং মা-মেয়ে এইচএসসি পাস করেছেন। তাঁদের ফল নিয়ে দুই এলাকায় বইছে খুশির জোয়ার।

ছেলে সুমেন চাকমার সঙ্গে এবার এইচএসসি পাস করেছেন মা মানেক পুতি চাকমা। তিনি পানছড়ি উপজেলার ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের রত্নসেন পাড়ার সুলেন্দু বিকাশ চাকমার স্ত্রী। মানেক পুতি চাকমা দীঘিনালা সরকারি কলেজের আওতাধীন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৩.৬৭ পেয়েছেন। তাঁর ছেলে সুমেন চাকমা পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ-৩.৩৩ পেয়ে পাস করেছেন।

সুমেন বলেন, মায়ের পড়াশোনার আগ্রহ তাঁকে দ্বিগুণ উৎসাহিত করেছে। তাঁর মা আরও পড়াশোনা করতে চান। এখন এলাকার সবাই মা ও ছেলেকে একসঙ্গে স্নাতকে ভর্তির জন্য উৎসাহ দিচ্ছেন।

এদিকে পানছড়ি সদর ইউনিয়নের ইসলামপুর এলাকায় পাস করেছেন মা ও মেয়ে। মা রাবিয়া আক্তার খাগড়াছড়ি সরকারি কলেজের আওতাধীন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জিপিএ-৩.৮৯ পেয়েছেন। তাঁর মেয়ে ইসরাত জাহান খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৪.০০ পেয়ে পাস করেছেন।

রাবিয়া আক্তার ইসলামপুর এলাকার মো. ইকবাল হোসেনের স্ত্রী। তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পাড়াকেন্দ্রে শিক্ষকতার পাশাপাশি টিউশনি করেন। রাবিয়া বলেন, যত দূর সম্ভব তিনি পড়াশোনা চালিয়ে যেতে চান।