পটুয়াখালীতে সাবেক সেনাসদস্যের বাড়িতে ডাকাতি, স্ত্রীকে হত্যা
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সাবেক সেনাসদস্যের বাড়িতে ডাকাতি হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে এই ঘটনা ঘটে। এই সময় ডাকাতেরা সাবেক সেনাসদস্যের স্ত্রীকে হত্যা করেছে।
নিহত গৃহবধূ সলিমপুর গ্রামের বাসিন্দা সাবেক সেনাসদস্য আবুল কালাম মিয়ার স্ত্রী শাহনাজ পারভিন বেগম (৫০)। পুলিশ আজ রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। শাহনাজ পারভিনের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
কলাপাড়া থানা–পুলিশ এবং স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বাড়িটি সাবেক সেনাসদস্য আবুল কালাম মিয়ার। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। শাহনাজ পারভিন বেগমের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ঘটনার সময় কালাম মিয়া ও তাঁর সন্তানদের কেউ বাড়িতে ছিলেন না।
নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কামরুজ্জামান শহীদ মাতুব্বর বলেন, ডাকাতি করতে এসে বাড়ির গৃহকর্তীকে হত্যা করেছে ডাকাতেরা। তিনি আরও বলেন, ‘আমাদের এলাকায় বেশ কিছুদিন ধরে গরু চুরিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক ঘটনা ঘটছে। এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে ভয়ে বাড়িঘরেও থাকতে পারছেন না।’
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম প্রথম আলোকে বলেন, বাড়ির একটি অংশের টিনের বেড়া খুলে দুষ্কৃতকারীরা ঘরে প্রবেশ করেছে। ঘরের বিভিন্ন মালামাল তছনছ করে রাখা হয়েছে। কী ধরনের মালামাল লুট হয়েছে, তা-ও বলা যাচ্ছে না। এ সময় ঘরে শাহনাজ পারভিন একাই অবস্থান করছিলেন। কেন এবং কী কারণে তাঁকে হত্যা করা হলো, তা এখনই বলা মুশকিল। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, সম্ভবত দুষ্কৃতকারীদের তিনি চিনতে পেরেছিলেন, যে কারণে তাঁকে মেরে ফেলা হয়েছে। অথবা পূর্বশত্রুতার কারণেও এ ঘটনা ঘটতে পারে। ইতিমধ্য শাহনাজ পারভিনের মরদেহের সুরতহাল করা হয়েছে। এই ঘটনায় পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।