কমলগঞ্জে মর্টারশেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

কমলগঞ্জে উদ্ধার হওয়া একটি মর্টারশেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। বুধবার দুপুরে সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের দলই চা–বাগানে
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি মর্টারশেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। আজ বুধবার দুপুরে ভারতীয় সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের দলই চা-বাগানে সাত্তার মিয়ার বাড়ি থেকে এই মর্টারশেল উদ্ধার করা হয়।

পরে সিলেট ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন রবিউল ইসলামের নেতৃত্বে ও কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল ইসলামের উপস্থিতিতে আজ বেলা একটার দিকে পার্শ্ববর্তী মাঠে নিরাপদ স্থানে মর্টারশেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। এ সময় নিরাপত্তাবেষ্টনী তৈরি করেন সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

দলই চা-বাগানের বাসিন্দা সাত্তার মিয়া বলেন, গত ২৭ মে তাঁর বাড়ির পিলার করতে গিয়ে মাটিতে গর্ত করার সময় একটি মর্টারশেল দেখতে পান বাড়ির লোকজন। পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান সাত্তার মিয়া। সেখানেই এত দিন মর্টারশেলটি ছিল। ৯ দিন পর আজ সেনাবাহিনীর একটি দল এসে সেটি নিষ্ক্রিয় করে।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুর রাজ্জাক প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি এমএল ৮২ মিমি মর্টারশেল। এটি সম্ভবত মুক্তিযুদ্ধের সময় এখানে রাখা হয়েছিল। আজ সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে এটি উদ্ধার করে পার্শ্ববর্তী একটি মাঠে এটি বিস্ফোরণ করে নিষ্ক্রিয় করেছে।