ঈদে বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪ দিনে পৌনে ২ লাখ গাড়ি পারাপার, টোল আদায় কত

বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজাফাইল ছবি

পবিত্র ঈদুল আজহার আগের চার দিনে (৯৬ ঘণ্টা) বঙ্গবন্ধু সেতু দিয়ে ১ লাখ ৮৪ হাজার ৩৩টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ১৩ কোটি ৪৩ লাখ ৮৪ হাজার ১০০ টাকা।

সেতু কর্তৃপক্ষ জানায়, ঈদ সামনে রেখে ৭ জুন থেকে সেতুতে গাড়ির চাপ বাড়তে শুরু হয়। স্বাভাবিক অবস্থায় দৈনিক ১৮ থেকে ২০ হাজার যানবাহন সেতু পারাপার হয়। কিন্তু গত বুধবার রাত থেকে যানবাহনের চাপ বেড়ে দ্বিগুণ হয়।

আরও পড়ুন

বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ পর্যন্ত ৪০ হাজার ৯০৬টি যানবাহন সেতু পারাপার হয়। এতে টোল আদায় হয় ৩ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩০০ টাকার।

পরের ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১১টা ৫৯ পর্যন্ত ৫৩ হাজার ৭০৮টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকার। ১৯৯৮ সালের ২৩ জুন বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর টোল আদায়ে সেদিন অতীতের সব রেকর্ড ভেঙে যায়। বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর ওরফে পাভেল বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

এরপর শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১১টা ৫৯ পর্যন্ত  ৫১ হাজার ৯৫১টি এবং শনিবার রাত ১২টা থেকে রোববার রাত ১১টা ৫৯ পর্যন্ত ৩৭ হাজার ৪৬৮টি যানবাহন সেতু পারাপার হয়। এতে যথাক্রমে ৩ কোটি ৬৫ লাখ ৩১ হাজার ৪৫০ এবং ২ কোটি ৭৫ লাখ ৯১ হাজার ৯৫০ টাকা টোল আদায় করা হয়। সব মিলিয়ে চার দিনে যানবাহন থেকে সেতুর মোট ১৩ কোটি ৪৩ লাখ ৮৪ হাজার ১০০ টাকা টোল আদায় করা হয়।

টাঙ্গাইলের ট্রাফিক পরিদর্শক রফিকুল ইসলাম সরকার প্রথম আলোকে বলেন, প্রতি ঈদের ছুটি শুরুর পর বঙ্গবন্ধু সেতু হয়ে যানবাহন পারাপার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়। এ জন্য মাঝেমধ্যে যানজট তৈরি হয়।