বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হওয়া ব্যক্তি অবসরপ্রাপ্ত সেনাসদস্য
বগুড়ায় গতকাল শুক্রবার সন্ধ্যায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হওয়া ব্যক্তির পরিচয় মিলেছে। তাঁর নাম জাকির হোসেন (৪৮)। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স করপোরাল। আট বছর আগে সেনাবাহিনী থেকে অবসর নেন। তাঁর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া ইউনিয়নে হলেও তিনি পরিবার নিয়ে বগুড়ায় বসবাস করতেন। বগুড়ার জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টের পাশে একটি চায়ের দোকান আছে তাঁর।
শহরের কৈগাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজু কামাল প্রথম আলোকে বলেন, ব্যবসার কেনাকাটা করতে গতকাল বিকেলে কলোনি বাজারে যান জাকির হোসেন। সন্ধ্যায় ফেরার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন তিনি। পুলিশের ধারণা, ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হয়েছেন জাকির হোসেন।
পরিবারের বরাত দিয়ে এসআই রাজু কামাল বলেন, ২০১৪ সালে সেনাবাহিনী থেকে অবসরের পর চায়ের দোকান দিয়ে সংসার চালাতেন জাকির হোসেন। গতকাল বিকেলে বাসা থেকে কলোনি বাজারে যান। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বগুড়া শহরের ফুলদীঘি হোমিও কলেজসংলগ্ন এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে তিনি আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, খুনের ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কলেজের মর্গে রাখা হয়েছে।