মুন্সিগঞ্জে বিএনপির ৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

মিজানুর রহমান সিনহা (বাঁয়ে) ও মহিউদ্দিন আহমেদছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাত সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। আজ রোববার সকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে কেন্দ্রীয় বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহাকে আহ্বায়ক ও মুন্সিগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন আহমেদকে সদস্যসচিব করা হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। দুপুরে তিনি প্রথম আলোকে বলেন, সর্বশেষ আট বছর আগে মুন্সিগঞ্জে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি আট বছর পার করলেও পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেনি। জেলায় পূর্ণাঙ্গ একটি কমিটি গঠনের লক্ষ্যে নতুন করে সম্মেলন করতে হবে। এ জন্য আংশিক কমিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করা হয়েছে। তাঁদের বিশ্বাস, আংশিক কমিটি খুব দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি দেবে।

কমিটির অন্য সদস্যরা হলেন মো. আবদুল্লাহ, শহিদুল ইসলাম মৃধা, আবদুল বাতেন, সৈয়দ সিদ্দিক উল্লাহ, আমিরুল হোসেন।