শেরপুরে ৬ মাসে ৪ খুন, অটোচালকেরা আতঙ্কে

গত ছয় মাসে চার চালককে হত্যা ও তাঁদের কাছ থেকে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনায় অটোরিকশাচালকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

অপরাধপ্রতীকী ছবি

শেরপুরে গত ছয় মাসে ব্যাটারিচালিত অটোরিকশার চারজন চালককে হত্যা করা হয়েছে। এর মধ্যে গত বুধ ও বৃহস্পতিবার দুজনের লাশ উদ্ধার করা হয়। এসব ঘটনায় চালকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সর্বশেষ হত্যার শিকার অটোরিকশাচালকের নাম মোশাররফ হোসেন (৪২)। তিনি নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের পিঠাপুনি গ্রামের সাফায়েত উল্লাহর ছেলে। নিখোঁজের এক দিন পর বৃহস্পতিবার উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ঘাকপাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে নালিতাবাড়ী থানা–পুলিশ।

আগের দিন নকলা উপজেলার ধনাকুশা এলাকার ছেফাকুড়ি সেতুর অদূরে একটি জমি থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় আসাদুজ্জামান আসাদ (১৭) নামের এক কিশোর চালকের লাশ উদ্ধার করে নকলা থানা–পুলিশ। সে উপজেলার নকলা দক্ষিণ গ্রামের ফজলুর রহমানের ছেলে। অটোরিকশা নিয়ে বের হওয়ার পর দুই দিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছিল না তার।

এর আগে গত বছরের ২ অক্টোবর ঝিনাইগাতী উপজেলার বড় রাংটিয়া এলাকার সীমান্ত সড়কের পাশের একটি খাল থেকে আরব আলী (২১) নামের এক অটোরিকশাচালক এবং ৮ অক্টোবর ধানশাইল ইউনিয়নের কুচনীপাড়া গ্রামের একটি ধানখেতের পাশ থেকে গলায় রশি বাঁধা অবস্থায় মো. শাহ আলম (৪০) নামের আরেক অটোচালকের লাশ উদ্ধার করে ঝিনাইগাতী থানা–পুলিশ। নিহত আরব আলী ঝিনাইগাতীর পূর্ব বনগাঁও এলাকার আবদুছ ছালামের ছেলে। শাহ আলম শ্রীবরদীর ধাতুয়া আড়াইলেরকান্দা গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

সব মিলিয়ে গত ছয় মাসে দুর্বৃত্তদের হাতে চার অটোরিকশাচালক নিহত হন। এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া অটোরিকশাগুলো। তবে সর্বশেষ দুর্বৃত্তদের হাতে নিহত অটোরিকশার চালক মোশাররফ হত্যাকাণ্ডে কাউকে আটক বা তাঁর অটোরিকশাটি উদ্ধার করতে পারেনি পুলিশ। মোশাররফকে হত্যার ঘটনায় তাঁর বাবা সাফায়েত উল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন।

গত ছয় মাসে চার চালককে হত্যা ও তাঁদের কাছ থেকে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনায় অটোরিকশাচালকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাঁরা এখন রাতের বেলায় অটোরিকশা চালাতে নিরাপত্তাহীনতা বোধ করছেন।

বাংলাদেশ অটোরিকশা কল্যাণ সোসাইটির শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা গত শুক্রবার প্রথম আলোকে বলেন, শেরপুর জেলার বিপুলসংখ্যক মানুষ অটোরিকশা চালিয়ে সংসার চালান। যাত্রীদের কাছ থেকে তাঁরা খুব কম ভাড়া নিয়ে থাকেন। কিন্তু রাতে অটোরিকশায় যাত্রী পরিবহন করতে গিয়ে তাঁরা বিপদে পড়ছেন। যাত্রীবেশে দুর্বৃত্তরা অটোরিকশা ভাড়া করে বিভিন্ন স্থানে বা নির্জন স্থানে নিয়ে চালকদের নৃশংসভাবে খুন করছে এবং অটোরিকশা ছিনতাই করে নিয়ে যাচ্ছে।

এসব ঘটনায় জড়িত আসামিদের পুলিশ গ্রেপ্তার করতে পারলেও পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির জীবন নাশ হয়ে যাচ্ছে। তাই অটোচালকদের নিরাপদ জীবন ও যাত্রী পরিবহন নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা ও পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আবেদন জানান অটোরিকশা কল্যাণ সোসাইটির নেতা গোলাম মোস্তফা।

মূলত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এসব হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে বলে মনে করেন পুলিশ সুপার মোনালিসা বেগম। অটোরিকশাচালকদের নিরাপত্তার সঙ্গে যাত্রী পরিবহনের স্বার্থে পুলিশের পক্ষ থেকে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পুলিশের খাতায় লিপিবদ্ধ চোরদের তালিকা ধরে তাঁদের কর্মকাণ্ড খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে রাতে অচেনা যাত্রী পরিবহনে অটোচালকদেরও সতর্ক থাকতে হবে।

জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতিও অবনতি হয়েছে। জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের অক্টোবর মাস থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত শেরপুর জেলার পাঁচ থানায় ১১টি হত্যা মামলা, ৪২টি চুরির মামলা, ২টি দস্যুতা মামলা ও ৩৮টি ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

নাগরিক সংগঠন জনউদ্যোগ শেরপুর কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, সাম্প্রতিককালে শেরপুরের বিভিন্ন স্থানে অটোচালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা, জমিসংক্রান্ত বিরোধের জেরে খুনের ঘটনা, গরুচুরিসহ বিভিন্ন ধরনের চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ মানুষসহ অটোচালকেরা আতঙ্কিত। এসব ঘটনা প্রতিরোধে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার হওয়া দরকার।

বিষয়গুলো নজরে আনা হলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস ও অপারেশনস) মো. আরাফাতুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক অটোচালক হত্যাকাণ্ডের ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের পুলিশ গ্রেপ্তার ও আলামত জব্দ করেছে। আবার যাতে এ ধরনের ঘটনা না ঘটে এ জন্য পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলার সারবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি দাবি করেন।