আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া সিভাসুর তিন কর্মকর্তার পদাবনতি
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) তিন কর্মকর্তার পদাবনতি হয়েছে। তাঁরা ছাত্র-জনতার আন্দোলনে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পেয়েছিলেন।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া। আর বিষয়টি জানাজানি হয় আজ শনিবার রাতে। পদাবনতি হওয়া তিন কর্মকর্তা হলেন মো. তরিকুল ইসলাম, আদিত্য চৌধুরী ও পাপিয়া সেন। তিনজনের মধ্যে প্রথম দুজন ষষ্ঠ গ্রেডের কর্মকর্তা। অন্যজনের পদ সপ্তম গ্রেডের।
মো. তরিকুল ইসলামকে ম্যানেজার (ফার্ম) থেকে প্রোডাকশন অফিসার (লাইভস্টক) পদে, আদিত্য চৌধুরীকে জ্যেষ্ঠ ভেটেরিনারি সার্জন থেকে প্রোডাকশন অফিসার (পোলট্রি) এবং পাপিয়া সেনকে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক থেকে হিসাবরক্ষণ কর্মকর্তা পদে পদাবনতি করা হয়। বর্তমান পদগুলো নবম গ্রেডের।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ লুৎফুর রহমান তিন কর্মকর্তাকে পদাবনতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যে ধরনের যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা দরকার, তিন কর্মকর্তার কারও তা ছিল না। গত সরকারের আমলে রাজনৈতিক চাপে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছিল। এখন তদন্ত করে বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান মেনে সিন্ডিকেট সদস্যদের মতামতের ভিত্তিতে তাঁদের নিচের পদে পদাবনতি করা হয়েছে।
তবে পদাবনতির বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন মো. তরিকুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সব ধরনের যোগ্যতা ও অভিজ্ঞতা ছিল। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এ জন্য ষষ্ঠ গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছিল। দায়িত্ব পালনের সময় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের একান্ত সহকারী (পিএস) ছিলেন। সম্ভবত এই কারণে তাঁকে অবনমন করা হয়েছে। অন্যদের ক্ষেত্রেও একই কারণে এমন সিদ্ধান্ত হয়েছে।