আটঘরিয়ায় একই স্থানে আ.লীগ ও বিএনপির সমাবেশ, ১৪৪ ধারা জারি

পাবনা জেলার মানচিত্র

পাবনার আটঘরিয়া উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি একই দিনে, একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাকসুদা আক্তার গতকাল সোমবার রাতে এই আদেশ জারি করেন। বিষয়টি জানিয়ে আজ সকাল থেকে এলাকায় মাইকিং করা হচ্ছে।

ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে উপজেলার মাজপাড়া ইউনিয়নের নাদুরিয়া মোড়ে বিকেল চারটায় বিক্ষোভ ও সমাবেশ করার ঘোষণা দেয় উপজেলা বিএনপি। একই স্থানে বেলা তিনটায় সারা দেশে জামায়াত ও বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে মিছিল-সমাবেশ ডাকে উপজেলা আওয়ামী লীগ। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জানমালের ক্ষতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ইউএনও মাকসুদা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৪৪ ধারা বলবৎ থাকা অবস্থায় ওই এলাকায় পাঁচজন বা ততোধিক ব্যক্তি সমবেত হতে পারবেন না। এ ছাড়া সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, মিটিং, মাইকিং থেকে বিরত থাকতে হবে।

এ প্রসঙ্গে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ১৪৪ ধারা জারির পর বিষয়টি জানিয়ে সকাল থেকেই ওই এলাকায় মাইকিং করা হচ্ছে। এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। কেউ ১৪৪ ধারা ভঙ্গের চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।