সীতাকুণ্ডে জাহাজ থেকে পড়ে শ্রমিক নিহত

চট্টগ্রাম জেলার মানচিত্র

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়িতে একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের ওপর থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত মো. রাশেদুল ইসলাম (২৫) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা গ্রামের বাসিন্দা।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মধ্য সোনাইছড়ি গ্রামের সাগর উপকূলে তাসিন স্টিল ব্রেকিং ইয়ার্ড নামে একটি জাহাজভাঙা কারখানায় দুর্ঘটনা শিকার হন তিনি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, ওই জাহাজভাঙা কারখানায় এমটি টেসলা নামের একটি স্ক্র্যাপ জাহাজ কাটার কাজ চলছিল। শ্রমিক রাশেদুল ইসলাম ওই জাহাজে কাজ করতেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জাহাজের ওপর থেকে সিঁড়ি বেয়ে নামার সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে যান তিনি। এতে তিনি গুরুতর জখম হন। কারখানাটিতে কর্মরত চিকিৎসক তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাশেদুল মারা যান।

ওসি তোফায়েল আহমেদ আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মুকিব হাসানকে ঘটনাস্থলে পাঠান। তিনি বিষয়টি নিশ্চিত হয়ে নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। আজ সকাল পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে বলে জানান তিনি।